বাংলা নিউজ > কর্মখালি > RRB NTPC Exam Result 2022: আরও বেশি প্রার্থী সুযোগ পাবেন, কবে প্রকাশিত হবে RRB NTPC-র পরীক্ষার ফলাফল?

RRB NTPC Exam Result 2022: আরও বেশি প্রার্থী সুযোগ পাবেন, কবে প্রকাশিত হবে RRB NTPC-র পরীক্ষার ফলাফল?

প্রকাশিত হবে রেলের এনটিপিসি পরীক্ষার ফলাফল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)

মোট শূন্যপদের ২০ গুণ প্রার্থীকে বেছে নিয়ে ফলাফল প্রকাশের বিষয়ে একমত হয়েছে রেল।

নেহা ত্রিপাঠী

আবারও প্রকাশিত হবে রেলের নন-টেকনিকাল পপুলার ক্যাটেগরি (এনটিপিসি) পরীক্ষার ফলাফল। যা চলতি মাসেই প্রকাশিত হবে বলে জানিয়েছেন রেলের এক আধিকারিক। তিনি বলেছেন, 'চলতি মাসেই সেই ফলাফল প্রকাশ করা হবে।’

গত ১৫ জানুয়ারি রেলের এনটিপিসি পরীক্ষার প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছিল। কিন্তু রেলের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল হয়ে ওঠে বিহার এবং উত্তরপ্রদেশ। সেই পরিস্থিতিতে তারইমধ্যে প্রার্থীদের দাবি বিবেচনা করার জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। চাকরিপ্রার্থীদের দাবি ছিল, যত সংখ্যক শূন্যপদ আছে, তার ২০ গুণ প্রার্থীকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হবে। কিন্তু সেই আশ্বাস পূরণ করা হয়নি। যেখানে শূন্যপদের সংখ্যা ৩৫,০০০-র বেশি, সেখানে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য ৩৬৮,০০০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

রেলের এক আধিকারিক জানিয়েছেন, চাকরিপ্রার্থীদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হয়েছে। এনটিপিসি দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় মোট শূন্যপদের ২০ গুণ প্রার্থীকে নির্বাচিত করার দাবিও মেনে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। নাম গোপন রাখার শর্তে রেল মন্ত্রকের এক আধিকারিক বলেছেন, ‘আমরা তাঁদের অধিকাংশ দাবি মেনে নিয়েছি। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় প্রায় সাত লাখ প্রার্থী বসতে পারেন।’ সঙ্গে তিনি বলেন, ‘মোট শূন্যপদের ২০ গুণ প্রার্থীকে বেছে নিয়ে ফলাফল প্রকাশের বিষয়ে একমত হয়েছে রেল। চলতি মাসেই সেই ফলাফল প্রকাশ করা হবে।’

বন্ধ করুন