নন-টেকনিকাল পদে নিয়োগের ফল প্রকাশের টাইমটেবিল ঘোষণা করল ভারতীয় রেল। এর ফলে এই পদগুলির জন্য পরীক্ষা দেওয়া হাজার হাজার পরীক্ষার্থী কিছুটা হলেও স্বস্তি পাবেন। রেজাল্টের জন্য অনিশ্চয়তায় অনন্তকাল হাপিত্যেশ করতে হবে না।
1/6রেলের প্রকাশিত টাইমটেবিল অনুযায়ী, লেভেল ৫-এর ফলাফল নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ প্রকাশিত হবে। এরপর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার তারিখ ফেলা হবে। জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যেই তাঁদের চাকরির জন্য প্যানেলভুক্ত করা হবে। ডেকান হেরাল্ডকে দেওয়া সাক্ষাত্কারে এমনটাই জানিয়েছেন ভারতীয় রেলের এক আধিকারিক। ফাইল ছবি: পিটিআই (Twitter)
2/6যাঁরা লেভেল ৪-এর প্রার্থী, তাঁদের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ নাগাদ ফল প্রকাশিত হবে। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে কুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা সম্পন্ন হবে। সেই মাসেরই চতূর্থ সপ্তাহের মধ্যে তাঁদের প্যানেল তালিকা প্রকাশিত হবে। প্রতীকী ছবি: হিন্দুস্তান টাইমস (Twitter)
3/6লেভেল ৩-এর ক্ষেত্রে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে প্যানেল/তালিকা প্রকাশিত হবে। অন্যদিকে লেভেল ২-এর জন্য সম্পূর্ণ প্রক্রিয়াটি মার্চ ২০২৩-এর চতূর্থ সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই) (Twitter)
4/6এই নিয়োগের মাধ্যমে স্টেশন মাস্টার, মালগাড়ির গার্ড, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, টিকিট ক্লার্ক, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র ক্লার্ক-টাইপিস্ট, টাইমকিপারের মতো গুরুত্বপূর্ণ পদ পূরণ করবে ভারতীয় রেল। প্রতীকী ছবি: পিটিআই (Twitter)
5/6সব মিলিয়ে ২০২৩ সালের মার্চের মধ্যেই ৩৫,২৮১ জনকে চাকরি দেবে রেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড(RRB) নন-টেকনিকাল পপুলার ক্যাটেগরির নিয়োগ পরীক্ষা(NTPC) ২০২২-এর শুরু থেকে মাঝামাঝি সময়ে নেয়। বিভিন্ন জোনাল রেল ও প্রোডাকশান ইউনিটের বিপুল শূন্যপদ পূরণের জন্য এই পরীক্ষা নেওয়া হয়। ছবি: টুইটার (Twitter)
6/6সেপ্টেম্বরে ৭,১২৪ জন প্রার্থীর পরীক্ষার ফল প্রকাশিত হয়। তাঁদের মেডিকেল পরীক্ষা এবং নথি যাচাইকরণ চলছে। ২১টি RRB-র মধযে ১৭টির ইতিমধ্যেই ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে। বাকিগুলিরও শীঘ্রই ফলাফল ঘোষিত হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (Twitter)