বাজেটে আগেই ঘোষণা করা হয়েছিল। সেই মতো ইন্টার্নশিপ প্রকল্প চালু করতে চলেছে সরকার। এই নিয়ে বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, ১২ অক্টোবর থেকে এই ইন্টার্নশিপে আবেদন জানানোর জন্যে ফর্ম বের করা হবে। তার আগে ১০ অক্টোবরের মধ্যে কোম্পানিগুলি তাদের চাহিদা অনুযায়ী ইন্টার্নশিপ সম্পর্কে তথ্য দেবে। ২৫ অক্টোবর পর্যন্ত করা যাবে আবেদন। ২৬ অক্টোবর শর্টলিস্ট করা হবে নাম। ২৭ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলি ইন্টার্ন বেছে নেবে বলে জানা গিয়েছে। এক একজন প্রার্থীকে সর্বোচ্চ তিনটি করে অফার দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। (আরও পড়ুন: GST সমেত ৭৯ হাজার ছুঁই ছুঁই সোনা, আজ কলকাতায় ফের বাড়ল হলুদ ধাতুর দাম)
আরও পড়ুন: শারদীয়া উপলক্ষে যাত্রীদের পেটপুজোর 'উপহার' রেলের, মেনুতে থাকছে বড় চমক
আরও পড়ুন: পুজোর কথা মাথায় রেখে আজ থেকে বাড়তি মেট্রো গঙ্গার নীচ দিয়ে, জেনে নিন সময়সূচি
রিপোর্ট অনুযায়ী, পিএম ইন্টার্নশিপে আগ্রহী প্রার্থীরা ১২ অক্টোবর মধ্যরাত থেকে আবেদন করতে পারবেন। এর জন্যে www.pminternship.mca.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্টার করাতে হবে আগ্রহী প্রার্থীকে। এরপর শর্টলিস্ট হওয়া প্রার্থীদের তালিকা ২৬ অক্টোবরের মধ্যে কোম্পানিগুলোকে দেওয়া হবে। সরকার এই পোর্টালে রেজিস্ট্রেশনের জন্য বিজয়াদশমীর শুভ দিনটিকে বেছে নিয়েছে। ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকেই এই ইন্টার্নশিপ শুরু হয়ে যাবে। প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে নির্বাচিত যুবক-যুবতীদের বিমা কভারেজ দেওয়া হবে। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার আওতায় আনা হবে তাঁদের। সরকার এর প্রিমিয়াম দেবে। এছাড়াও কোম্পানিগুলি অতিরিক্ত দুর্ঘটনা বিমা কভার দিতে পারে সেই ইন্টার্নদের। (আরও পড়ুন: ২ দশক পর দামোদর নদে ধরা পড়ল ইলিশ, নিলামে তোলা হলে কত দাম পেল সেই মাছ?)
আরও পড়ুন: হরিয়ানা নির্বাচনের সময় প্যারোলে মুক্ত রাম রহিম, BJP-কে ভোটের আবেদন ডেরার
আরও পড়ুন: 'সব বাংলাদেশিরই ভারতের সাথে সম্পর্ক রাখা উচিত', বয়কট ট্রেন্ডের মাঝে বার্তা BNP-র
এই প্রকল্পের অধীনে ইন্টার্নশিপের সুযোগ পেলে সেই প্রার্থীপা মাসে ৫ হাজার টাকা করে পাবেন। আর ইন্টার্নশিপের শুরুতেই পকেটে ঢুকবে ৬ হাজার টাকা। অর্থাৎ, একবছরে মোট ৬৬ হাজার টাকা পাবেন ইন্টার্নশিপ করা তরুণ বা তরুণী। সরকারি সূত্র জানিয়েছে, চলতি অর্থ বছরে ১ লাখ ২৫ হাজার যুবক-যুবতীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পে ৮০০ কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হচ্ছে। দেশের অনেক কোম্পানি এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছে। সম্প্রতি, ট্রাভেল বুকিং প্ল্যাটফর্ম 'ইজিমাইট্রিপ' ৫০০ জনেরও বেশি ইন্টার্ন নিয়োগ করার ঘোষণা করেছে। আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে সেই নিয়োগ হবে। এছাড়াও দেশের আরও বড় বড় সংস্থাগুলি এই প্রকল্পের অধীনে ইন্টার্ন নিয়োগ করবে তাদের কাজে। এখনও পর্যন্ত ১১১টি কোম্পানি এই প্রকল্পে যোগ দিয়েছে। এর বাইরে মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা এবং গুজরাতের মতো রাজ্যগুলিও অন্তর্ভুক্ত হয়েছে।