প্রতিনিয়ত পরিশ্রম করে চলা প্রত্যেক কর্মচারীদের জন্য সুখবর। ভারতে মজুরি বৃদ্ধি হবে লাফিয়ে। পরের বছর ৯.৫ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে পারে মজুরি। মূলত বেসরকারি খাতে কর্মরত কর্মীদেরই ভাগ্য খুলবে এই ক্ষেত্রে।
২০২৪ সালে ৯.৩ শতাংশ থেকে বেড়েছে বেতন। বিশ্বব্যাপী এক পেশাদার পরিষেবা সংস্থা এঅন পিএলসি-এর ৩০ তম বার্ষিক স্যালারি গ্রোথ এন্ড অকূপেশন সার্ভে থেকে এই তথ্য এসেছে। জুলাই ও আগস্ট মাসে ৪০টি শিল্পে ১,১৭৬টি কোম্পানির তথ্য বিশ্লেষণ করে সমীক্ষা চালিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এই প্রতিবেদনে ইঞ্জিনিয়ারিং, উৎপাদন এবং রিটেইল শিল্পে ১০ শতাংশ মজুরি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এবং এরই পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলিতেও ৯.৯ শতাংশ বেতন বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা দেখা গিয়েছে।
আরও পড়ুন: ( ₹66000 PM Internship Applying Details: ইন্টার্নশিপের রেজিস্ট্রেশন চালু করছে সরকার, মিলবে ৬৬০০০, কীভাবে করবেন আবেদন?)
কোন সেক্টরে কত বেতন বাড়বে
সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে কর্মীদের মোট বেতন গড়ে ৯.৫ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পরের বছর, উৎপাদন এবং রিটেল খাতে ১০ শতাংশ এবং আর্থিক সংস্থাগুলি তার কর্মচারীদের জন্য ৯.৯ শতাংশ বেতন বৃদ্ধি করতে পারে। গ্লোবাল কম্পিটেন্স সেন্টার এবং প্রযুক্তি পণ্য ও প্ল্যাটফর্মের কর্মচারীরা যথাক্রমে ৯.৯ শতাংশ এবং ৯.৩ শতাংশ বর্ধিত বেতন পাবে বলে আশা করা হচ্ছে। উপরন্তু, প্রযুক্তি পরামর্শ এবং পরিষেবা খাতে বেতন বাড়তে পারে ৮.১ শতাংশ পর্যন্ত।
আরও পড়ুন: (New Age Medical Course: আসছে মেডিক্যালের নতুন পিজি কোর্স, পড়ানো হবে মেডিক্যাল কলেজে, গাইডলাইন দিল NMC)
ক্ষয়ক্ষতির হার কমবে
এই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর ক্ষয়ক্ষতির হার কমবে। এই হার ২০২২ সালে ছিল ২১.৪ শতাংশ, ২০২৩ সালে ছিল ১৮.৭ শতাংশ এবং এখন ২০২৪ সালে দাঁড়িয়ে এই হার ১৬.৯ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে।
এই অধ্যয়নের দ্বিতীয় পর্বটি ২০২৫ সালের প্রথম দিকে প্রকাশিত হবে, যার মধ্যে ডিসেম্বর এবং জানুয়ারিতে সংগৃহীত ডেটা অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছেন অওনের অংশীদার রূপাঙ্ক চৌধুরী। তিনি আর বলেন, এই প্রতিবেদনে দেখা যাচ্ছে ভারতে ব্যবসার ভবিষ্যৎ ভালো।
ভারতে হঠাৎ বেতন বৃদ্ধির কারণ
প্রসঙ্গত, ভারতে হঠাৎ বেতন বৃদ্ধির কারণ হল দ্রুত বর্ধনশীল অর্থনীতি। ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি বৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ। ২০২৪-২৫ আর্থিক বছরে এটি ৭.২ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে।