বাংলা নিউজ > কর্মখালি > Samsung Galaxy M33 5G: সাধ্যের মধ্যেই অ্যান্ড্রয়েড স্মার্টফোন, জানুন দাম, Specs

Samsung Galaxy M33 5G: সাধ্যের মধ্যেই অ্যান্ড্রয়েড স্মার্টফোন, জানুন দাম, Specs

Samsung Galaxy M33 5G। ছবি সৌজন্যে: স্যামসাং (Samsung)

Samsung Galaxy M33 5G হল স্যামসাং-এর গ্যালাক্সি এম সিরিজের নতুন ফোন। ২০ হাজার টাকার কম দামের সেগমেন্টে ভালই ফিচার্স। রইল বিশদে।

Samsung Galaxy M33 5G গত ৮ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে। চিনা স্মার্টফোনের জনপ্রিয়তার বাজারেও এখনও স্যামসাং-এর যথেষ্ট কাটতি রয়েছে। বিশেষত স্যামসাং-এর একটা বাঁধাধরা গ্রাহক বেস রয়েছে। আর তাদের জন্যই এক নয়া স্মার্টফোন আনল সংস্থা। কিনতে পারবেন স্যামসাং-এর অফিসিয়াল ওয়েবসাইট ও আমাজন থেকে।

২০ হাজার টাকার মধ্যে:

ভারতে ২০ হাজার টাকার কমের, মিড সেগমেন্টের স্মার্টফোনেরই চাহিদা সবচেয়ে বেশি। সেই বাজারে তাই কম্পিটিশনও প্রচুর। আর সেই প্রতিযোগিতামূলক বাজারেই নতুন প্রতিযোগী Samsung Galaxy M33 5G।

দুর্দান্ত ব্যাটারি

স্যামসাংয়ের মিড সেগমেন্টের বাজারে এখন ইউএসপি তাদের দুর্দান্ত ব্যাটারি। নতুন M33 5G-ও ব্যাতিক্রম নয়। এই ফোনে পাবেন ৬,০০০ mAh ব্যাটারি। ফলে প্রচুর ব্যবহার করলেও নিশ্চিন্তে সারাদিন চার্জ থাকবে।

ফলে ব্যাটারি আপনার অগ্রাধিকার হলে এই ফোনটি চোখ বুজে নিতে পারেন।

আরও পড়ুন: ছবিতে Samsung Galaxy M33 5G-এর রিভিউ

এক নজরে দেখে নিন Samsung Galaxy M33 5G-র স্পেসিফিকেশন :

  • RAM : 6 GB /8 GB
  • Internal Memory : 128 GB
  • Processor : Exynos 1280
  • ব্যাটারি : ৬,০০০ mAh, 25W ফাস্ট চার্জিং
  • ডিসপ্লে : 6.6 -inch FHD+ Infinity-V
  • রিয়ার ক্যামেরা : ৫০ MP প্রাইমারি সেন্সর, ২MP ডেপথ, ২MP ম্যাক্রো এবং একটি ৫MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা।
  • ফ্রন্ট ক্যামেরা: ৮ MP

Samsung Galaxy M33 5G-র দাম

  • ৬ জিবি+১২৮ জিবি: ১৮,৯৯৯ টাকা
  • ৮ জিবি+১২৮ জিবি: ২০,৪৯৯ টাকা।

তবে ইন্ট্রোডাক্টরি প্রাইস হিসাবে ১ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে-

  • ৬ জিবি+১২৮ জিবি: ১৭,৯৯৯ টাকা
  • ৮ জিবি+১২৮ জিবি: ১৯,৪৯৯ টাকা।

এর পাশাপাশি ICICI ব্যাঙ্ক কার্ডে ২,০০০ টাকার ক্যাশব্যাক পাবেন। ওশান ব্লু এবং সবুজ রঙের অপশনে পাবেন।

 

বন্ধ করুন