স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরির স্বপ্ন যাঁরা দেখছেন, সেই পরীক্ষার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ। ২০২৪-২৫ সালে এসবিআইতে ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেখানে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, জুনিয়র অ্যাসোসিয়েটস (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) র ১৩ হাজার ৭৩৫ টি পদ খালি রয়েছে। আর সেই পদেই এবার নিয়োগ হবে।
এসবিআইয়ের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ ডিসেম্বর থেকে এই পদে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ৭ জানুয়ারি ২০২৫। আগ্রহী পরীক্ষার্থীরা এসবিআই ক্লার্ক ২০২৪-২৫ আবেদনের ফর্ম আজ মঙ্গলবার থেকেই তুলতে পারবেন।একনজরে দেখা যাক, আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখগুলি।
১৭ ডিসেম্বর, ২০২৪- অনলাইন রেজিস্ট্রেশনের তারিখ শুরু।
১ জানুয়ারি,২০২৫- রেজিস্ট্রেশনের উইন্ডো বন্ধ হবে।
৭ জানুয়ারি, ২০২৫- জমা দেওয়ার শেষ তারিখ এছাড়াও আবেদনে কোনও ভুলচুক থাকলে তা ঠিক করার শেষ সুযোগ।
২২ জানুয়ারি, ২০২৫- আবেদন প্রিন্ট করার শেষ তারিখ।
জানানো হয়েছে, অনলাইনে এই পরীক্ষার আবেদনের জন্য ফি জমা দেওয়ার তারিখ ১৭ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু করে ৭ জানুয়ারি,২০২৫ সাল পর্যন্ত হবে। প্রিলিমিনারি পরীক্ষা ২০২৫ ফেব্রুয়ারিতে হবে, মেইনস পরীক্ষা মার্চ কিম্বা এপ্রিল মাসের মধ্যে হবে।
কলকাতায় কতগুলি আসনে শূন্যপদ?
উল্লেখ্য, কলকাতা সার্কেলে পশ্চিমবঙ্গে মোট রেগুলার ভ্যাকেন্সি (শূন্যপদ)১২৫৪ আর ব্যাকলগে রয়েছে ১০ টি স্থান। কলকাতা সার্কেলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ৭০ টি রেগুলার ভ্যাকেন্সি , কলকাতা সার্কেলে সিকিমে রেগুলার ভ্যাকেন্সি ৫৬ টি রয়েছে। এছাড়াও সারা দেশের নানান শহরের ভিত্তিতে বহু শূন্যপদ রয়েছে।
কোন লিঙ্কে ক্লিক করে আবেদন করা যাবে?
https://ibpsonline.ibps.in/sbidrjadec24/ এই লিঙ্কে সরাসরি ক্লিক করে আবেদন করা যাবে, আবার https://bank.sbi/web/careers/current%20openings
এই লিঙ্ক থেকেও জানা যাবে শূন্যপদ সম্পর্কে। যে সমস্ত পদক্ষেপ পার করে এই পদের জন্য আবেদন করা যাবে, তা দেখে নিন।
আবেদনের জন্য পর পর পদক্ষেপ:-
প্রথমে https://bank.sbi/web/careers/current%20openings এই লিঙ্কের সূত্র ধরে অফিশিয়াল ওয়েবসাইটে চলে যান। হোম পেজে এরপর দেখুন ‘রিক্রুটমেন্ট ফর জুনিয়র অ্যাসোসিয়েটস’, তারপর এরপর সিলেক্ট করুন অ্যাপ্লাই অনলাইন সেকশন, নতুন রেজিস্ট্রেশনের জন্য ওই অপশনে ক্লিক করে নিন। সব সঠিক তথ্য দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম পূরণ করুন। তারপর সাবমিট করুন। ফর্মের একটি কপির প্রিন্ট আউট নিয়ে নিজের ডিভাইসে রাখুন।