প্রকাশিত হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) ক্লার্ক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড। যে প্রার্থীরা ক্লার্ক (জুনিয়র অ্যাসোসিয়েট) নিয়োগের পরীক্ষার জন্য নথিভুক্ত হয়েছেন, তাঁরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আগামী ১৩ জুলাই পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
এসবিআইয়ের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘(ক্লার্ক নিয়োগের) প্রিলিমিনারি পরীক্ষার কল লেটার ডাউনলোড করা হচ্ছে। শুধুমাত্র যে প্রার্থীরা লাদাখ এবং লেহ ও কার্গিল উপত্যকার জন্য নথিভুক্ত হয়েছে, তাঁরা বিশেষ প্রক্রিয়ার আওতায় কল লেটার ডাউনলোড করতে পারবেন না। কারণ পরবর্তী নোটিশ জারি না হওয়া পর্যন্ত সেই দুই এলাকার নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।’
এসবিআই ক্লার্ক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার (SBI clerk exam 2021 admit card) :
১) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে যান।
২) তারপর ‘SBI clerk prelims exam admit card’-তে ক্লিক করুন।
৩) নিজের রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিন। তা ‘Submit’ করুন।
৪) অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন।
এসবিআই ক্লার্ক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোডের উপায়ের ডিরেক্ট লিঙ্ক (SBI clerk 2021 exam admit card) – এখানে ক্লিক করুন।
এমনিতে বার ক্লার্ক (জুনিয়র অ্যাসোসিয়েট) নিয়োগ প্রক্রিয়ায় শূন্যপদের সংখ্যা ৫,২৩৭। তাতে নিয়োগের জন্য গত ২৭ এপ্রিল থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছিল। (৩১ মে) সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাস মহামারীর পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। যে পরীক্ষা আগামী জুনে হওয়ার কথা ছিল।’