প্রকাশিত হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) প্রবেশনারি অফিসার নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল। যে প্রার্থীরা সেই পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন।
কীভাবে দেখবেন এসবিআই প্রবেশনারি অফিসার নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল (SBI PO prelims result 2021)?
১) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে যান।
২) ‘Careers’ অপশনে যান।
৩) 'Latest announcements' ট্যাবের অধীনে ‘RECRUITMENT OF PROBATIONARY OFFICERS’-তে ক্লিক করুন।
৪) নয়া একটি পেজ খুলে যাবে।
৫) নিজের ‘Roll Number' বা ‘Registration Number’ দিন। জন্মের তারিখ দিতে হবে। দিতে হবে Text Verification' কোড। তারপর ‘Submit’-এ ক্লিক করুন।
৬) স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে।
৭) রেজাল্ট ডাউনলোড করে নিন। ভবিষ্যতের জন্য তা প্রিন্ট আউট করে রেখে দিন।
এসবিআই প্রবেশনারি অফিসার নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল (SBI PO prelims result 2021) দেখার সরাসরি লিঙ্ক - এখানে ক্লিক করুন।
এমনিতে চলতি বছর ২০, ২১ এবং ২৭ নভেম্বর হয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) প্রবেশনারি অফিসার নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা। নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি মাসেই মেন পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে তা হচ্ছে না।