বাংলা নিউজ > কর্মখালি > SBI PO Recruitment 2021: আজ থেকে শুরু আবেদন, জানুন গুরুত্বপূর্ণ তারিখ ও যোগ্যতা

SBI PO Recruitment 2021: আজ থেকে শুরু আবেদন, জানুন গুরুত্বপূর্ণ তারিখ ও যোগ্যতা

প্রবেশনারি অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)

দেখে নিন আবেদনের ডিরেক্ট লিঙ্ক। 

প্রবেশনারি অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। ২,০৫৬ টি শূন্যপদ পূরণের জন্য আগামী ২৫ অক্টোবর পর্যন্ত করা যাবে আবেদন। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে গিয়ে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। যাঁরা স্নাতকের চূড়ান্ত বর্ষ বা সেমেস্টারে (ফাইনাল ইয়ার বা সেমেস্টার) পড়ছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। তাঁরা ইন্টারভিউয়ে ডাক পেলে স্নাতকের মার্কশিট দেখাতে হবে। ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পাশ করতে হবে স্নাতকের ফাইনাল ইয়ার বা সেমেস্টারের পরীক্ষায়।

বয়স (২০২১ সালের ১ এপ্রিল অনুযায়ী) 

২১ বছরের কম এবং ৩০ বছরর বেশি হওয়া যাবে না। অর্থাৎ ২০২০ সালের ১ এপ্রিলের পর জন্মগ্রহণ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন না। একইভাবে ১৯৯১ সালের ২ এপ্রিলের আগে জন্মগ্রহণ করা প্রার্থীদের আবেদন গ্রহণ করবে না এসবিআই।

সরকারের নিয়ম মতো বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় দেওয়া হয়েছে। তফসিলি জাতি এবং উপজাতি প্রার্থীরা পাঁচ বছর ছাড় পাবেন। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে সেই ছাড় তিন বছরের। এছাড়াও অন্যান্য প্রার্থীদের ছাড় দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ

১) আবেদন শুরু - ৫ অক্টোবর, ২০২১।

২) আবেদনের শেষদিন - ২৫ অক্টোবর, ২০২১।

৩) আবেদন ফি দেওয়ার সময়সীমা - ৫ থেকে ২৫ অক্টোবর, ২০২১।

৪) প্রিলিমিনারি পরীক্ষার কল লেটার ডাউনলোড - আগামী নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ।

৫) প্রিলিমিনারি পরীক্ষা - আগামী নভেম্বর বা ডিসেম্বর।

৬) প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণা - আগামী ডিসেম্বর।

৭) মেন পরীক্ষার কল লেটার ডাউনলোড - আগামী ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ।

৮) মেন পরীক্ষা - আগামী ডিসেম্বর।

৯) মেন পরীক্ষার ফলাফল ঘোষণা - আগামী জানুয়ারি।

১০) তৃতীয় পর্যায়ের (ইন্টারভিউ বা ইন্টারভিউ এবং গ্রুপ এক্সারসাইজ) কল লেটার ডাউনলোড - আগামী ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহ।

১১) তৃতীয় পর্যায়ের (ইন্টারভিউ বা ইন্টারভিউ এবং গ্রুপ এক্সারসাইজ) পরীক্ষা - আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ।

১২) চূড়ান্ত ফলাফল ঘোষণা - আগামী ফেব্রুয়ারি বা মার্চ।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার https://bank.sbi/careers বা https://www.sbi.co.in/careers-তে গিয়ে আবেদন করতে হবে।

আবেদনের ডিরেক্ট লিঙ্ক - এখানে ক্লিক করুন

বন্ধ করুন