বাংলা নিউজ > কর্মখালি > SBI PO Registration: SBI-তে স্বপ্নের চাকরির রেজিস্ট্রেশন শুরু, জানুন কী কী লাগবে আবেদন করতে

SBI PO Registration: SBI-তে স্বপ্নের চাকরির রেজিস্ট্রেশন শুরু, জানুন কী কী লাগবে আবেদন করতে

SBI PO recruitment: এসবিআই পিওর জন্য ২০০০ শূন্যপদ। রেজিস্ট্রেশন আজ থেকে শুরু, জানুন বিস্তারে।

1/4 ব্যাঙ্কিং সেক্টরে চাকরিতে যাঁদের আগ্রহ রয়েছে, তাঁদের জন্য রয়েছে সুখবর। এবার এসবিআই পিও পদে ২০০০ টি শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। ৭ সেপ্টেম্বর ২০২৩ অর্থাৎ আজ বৃহস্পতিবার থেকেই সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। কীভাবে এই পদের জন্য আবেদন করতে রেজিস্ট্রেশন করবেন দেখে নিন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)
2/4 এসবিআই প্রবেশানারি অফিসার বা এসবিআই পিও পদে ৭ সেপ্টেম্বর ২০২৩ থেকে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে। আর রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৩। এই পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হবে নভেম্বর ২০২৩ এ। পদে নিয়োগের জন্য জেনারেল/ইাব্লিউএস/ওবিসিদের ফর্মের দাম ৭৫০ টাকা। এসসি/এসটি/পিডাব্লিউবিডি প্রার্থীদের জন্য ফর্ম বিনামূল্যে দেওয়া হবে। একবার আবেদন পত্রের ফি জমা দিলে সেই টাকা আর ফেরতযোগ্য নয়।
3/4 যোগ্যতা- এসবিআইয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফর্ম ডাউনলোড করা যেতে পারে। এই পদে আবেদনের জন্য, কেন্দ্রের দ্বারা যেকোনও মান্যতা প্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন (স্নাতক) সার্টিফিকেট পেশ করতে হবে। যা স্নাতক স্তরের ফাইনাল বছরে রয়েছেন, তাঁরাও আবেদন করতে পারেন, তবে তাঁরা যে ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে স্নাতক হবেন, তার প্রমাণপত্র পেশ করতে হবে। এই পদে আবেদনের বয়সসীমা ২১ থেকে ৩০ বছর পর্যন্ত।  (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
4/4 নিয়োগ প্রক্রিয়া- এই পদে নিয়োগে প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা। সেখানে যাঁরা পাশ করবেন, তাঁরা পাবেন মেইনসে সুযোগ। এরপর হবে সাইক্রোমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সারসাইজ, তারপর ইন্টারভিউ। 

আরও ছবি