বাংলা নিউজ > কর্মখালি > SBI CBO Recruitment 2022: SBI-তে চাকরির সুযোগ, ১,৪০০-র বেশি পদে হবে নিয়োগ, শুরু আবেদন

SBI CBO Recruitment 2022: SBI-তে চাকরির সুযোগ, ১,৪০০-র বেশি পদে হবে নিয়োগ, শুরু আবেদন

ফাইল ছবি: রয়টার্স (Reuters)

SBI CBO Recruitment 2022: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সার্কেল ভিত্তিক অফিসার (CBO) পদে নিয়োগের জন্য আবেদনের আমন্ত্রণ জানিয়েছে। প্রার্থীরা মোট ১,৪০০টিরও বেশি পদের জন্য অফিসিয়াল ওয়েবসাইট- sbi.co.in-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

SBI Recruitment 2022: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সার্কেল ভিত্তিক অফিসার (CBO) পদে নিয়োগের জন্য আবেদনের আমন্ত্রণ জানিয়েছে। প্রার্থীরা মোট ১,৪০০টিরও বেশি পদের জন্য অফিসিয়াল ওয়েবসাইট- sbi.co.in-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। SBI CBO রিক্রুটমেন্ট ২০২২-এর জন্য আবেদন করার শেষ তারিখ ৭ নভেম্বর, ২০২২। এই নিয়োগ ড্রাইভের মাধ্যমে, মোট ১,৪২২টি শূন্য পদ পূরণ করা হবে।

এসবিআই ২০২২: গুরুত্বপূর্ণ তারিখ

১. SBI CBO আবেদন প্রক্রিয়া শুরু: ১৮ অক্টোবর ২০২২

২. SBI CBO রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ৭ নভেম্বর ২০২২

৩. SBI CBO 2022 পরীক্ষার তারিখ: ৪ ডিসেম্বর, ২০২২

SBI CBO মোট শূন্যপদ

SBI সারা দেশে প্রায় ১,৪২২টি শূন্যপদ পূরণের জন্য এই নিয়োগ ড্রাইভ চালাচ্ছে। এর মাধ্যমে উত্তর-পূর্ব অঞ্চলের অধীনে ৩০০টি শূন্যপদ পূরণ করা হবে। জয়পুর এবং মহারাষ্ট্রে ২০০টি শূন্যপদ রয়েছে। আরও পড়ুন: NEET-UG 2022: ডাক্তারির প্রবেশিকায় বাংলা মিডিয়ামের জয়জয়কার! CBSE-র থেকে কোনও অংশে কম নয়

এসবিআই সিবিও ২০২২: শিক্ষাগত যোগ্যতা

SBI CBO পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতক হতে হবে। অথবা একটি ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি (IDD)-সহ কেন্দ্রীয় সরকারের স্বীকৃতিপ্রাপ্ত শংসাপত্র থাকতে হবে।

SBI CBO নিয়োগের বয়সসীমা

এই পদে আবেদনকারী প্রার্থীদের ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখ অনুযায়ী বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

SBI CBO বেতন

মাসে ৩৬,০০০ টাকা।

এসবিআই সিবিও নিয়োগ ২০২২: আবেদন ফি

সাধারণ, EWS এবং OBC বিভাগের প্রার্থীদের ৭৫০ টাকার আবেদন ফি দিতে হবে। অন্যদিকে ST, PWD প্রার্থীদের আবেদন ফি লাগবে না।

SBI CBO নিয়োগ ২০২২: কীভাবে আবেদন করবেন

১. ব্যাঙ্কের ওয়েবসাইট sbi.co.in-তে যান

২. হোম পেজে, 'RECRUITMENT OF CIRCLE BASED OFFICERS' দেখতে পাবেন। সেখানে 'Apply Online'-এ ক্লিক করুন।

৩. প্রয়োজনীয় বিবরণ দিন এবং SBI CBO-র আবেদন ফর্ম পূরণ করুন।

৪. সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করুন। 

৫. আবেদন ফি প্রদান করুন এবং সাবমিট করুন।

৬. আবেদনপত্র ডাউনলোড করুন। ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট করে রেখে দিন।

SBI CBO Recruitment 2022-এর সরাসরি লিঙ্ক পেতে এইখানে ক্লিক করুন।

এসবিআই সিবিও ২০২২: নির্বাচন প্রক্রিয়া

আরও পড়ুন: 'ভারতে ফিরে কী করব?' প্রশ্ন ইউক্রেনে ফেরা MBBS পড়ুয়াদের

SBI CBO পদের জন্য প্রার্থীদের তিনটি রাউন্ডের মাধ্যমে বাছাই করা হবে। প্রথম রাউন্ডে অনলাইন পরীক্ষা নেওয়া হবে। তারপর স্ক্রিনিং হবে। শেষ রাউন্ডে একটি ইন্টারভিউ ক্লিয়ার করতে হবে। ব্যাঙ্কিংয়ের অফিসার স্তরীয় পরীক্ষার মতোই লিখিত পরীক্ষাটি হবে। 

বন্ধ করুন