বাংলা নিউজ > কর্মখালি > SBI-তে ৪৪৪টি বিশেষজ্ঞ ক্যাডার অফিসার পদে নিয়োগ, আবেদন ১৩ জুলাইয়ের মধ্যে

SBI-তে ৪৪৪টি বিশেষজ্ঞ ক্যাডার অফিসার পদে নিয়োগ, আবেদন ১৩ জুলাইয়ের মধ্যে

বিভিন্ন বিভাগে মোট ৪৪৪ টি শূন্যপদ রয়েছে।

১৩ জুলাই sbi.co.in/ Careers এ অনলাইনে আবেদন করতে হবে।

বিশেষজ্ঞ ক্যাডার অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)। বিভিন্ন বিভাগে মোট ৪৪৪ টি শূন্যপদ রয়েছে। ইচ্ছুক প্রার্থীরা পছন্দসই পোস্টের জন্য ১৩ জুলাই sbi.co.in/ Careers এ অনলাইনে আবেদন করতে পারবেন।

এসবিআই এসও নিয়োগের জন্য কীভাবে আবেদন করবেন:

• SBI এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

• পৃষ্ঠার নিচে দেওয়া ক্যারিয়ার লিঙ্কে ক্লিক করুন।

• সর্বশেষ ঘোষণা বিভাগে গিয়ে নির্দিষ্ট বিজ্ঞাপনের লিঙ্কে ক্লিক করুন।

• অনলাইন এপ্লাই এ ক্লিক করুন।

• তারপরে নিউ রেজিস্ট্রেশন এ ক্লিক করুন। যদি নাম নিবন্ধভুক্ত হয়ে থাকে তবে ‘‘লগইন’ এ ক্লিক করুন।

• ফর্মটি পূরণ করুন এবং আবেদন ফি প্রদান করুন

• সাবমিট বাটনে ক্লিক করুন। ।

এসবিআই নিয়োগ ২০২০ এর শূন্যপদের বিবরণ:

রিলেশনশিপ ম্যানেজার - ৪৮

হেড (পণ্য, বিনিয়োগ এবং গবেষণা) - ০১ শূন্যপদ

সেন্ট্রাল রিসার্চ টিম (পোর্টফোলিও বিশ্লেষণ এবং ডেটা অ্যানালিটিক্স) - ০১

সেন্ট্রাল রিসার্চ টিম (সাপোর্ট) - ০১

ইনভেস্টমেন্ট অফিসার - ০৯

প্রোজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (টেকনোলজি) - ০১

রিলেশনশিপ ম্যানেজার (টিম লিড) - ০৩

ভাইস প্রেসিডেন্ট (স্ট্রেসড অ্যাসেটস মার্কেটিং) - ০১

চিফ ম্যানেজার (স্পেশাল সিচুয়েশন টাইম) - ০৩

ডেপুটি ম্যানেজার (স্ট্রেসড অ্যাসেটস মার্কেটিং) - ০৩

প্রোডাক্ট ম্যানেজার - ০৬

ম্যানেজার (ডেটা অ্যানালিস্ট) - ০২

ম্যানেজার (ডিজিটাল মার্কেটিং) - ০১

ফ্যাকাল্টি - ০৩

SME ক্রেডিট অ্যানালিস্ট - ২০

ডেপুটি ম্যানেজার (IS অডিট) - ০৮

ব্যাংকিং সুপারভাইজারি স্পেশালিস্ট - ০১

ম্যানেজার এনি টাইম চ্যানেল - ০১

এক্সিকিউটিভ (FI এবং MM) - ২৪১

সিনিয়র এক্সিকিউটিভ (সোশাল ব্যাংকিং এবং CSR) - ৮৫

সিনিয়র এক্সিকিউটিভ - ০৬

যোগ্যতা:

একজন প্রার্থীর CA / MBA (ফিনান্স) / PGDBM (ফিনান্স) / PGDM (ফিনান্স) বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে সমমানের কোনও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

যে প্রার্থীর ন্যূনতম বয়স ২৫ বছর হতে হবে এবং সর্বোচ্চ ৩৫ বছরের বেশি হবে না। বয়স গণনা করা হবে ১ জানুয়ারি, ২০২০র নিরীখে।

বেতন:

নির্বাচিত প্রার্থীরা মাসিক ৪২,০২০ থেকে ৫১,৪৯০ টাকার মধ্যে বেতন পাবেন।

বন্ধ করুন