ইউপিএসসি পরীক্ষার্থীদের জন্য দুঃসংবাদ। করোনার জেরে যাদের গতবছর শেষ সুযোগ ছিল, তাদের অতিরিক্ত সুযোগ দেওয়ার আবেদন নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অনেকেই গত বছর করোনাকালে পরীক্ষা দিতে পারেননি। কিন্তু তাদের বয়সসীমা পেরিয়ে গিয়েছে। সেই কারণে আরেকটি সুযোগের জন্য আবেদন করেছিলেন তাঁরা। অনেকে আবার ঠিক করে প্রস্তুতি নিতে পারায় পরীক্ষা খারাপ হয়। তাই তাদের সর্বোচ্চবার পরীক্ষা দেওয়ার ঊর্ধ্বসীমা পূর্ণ হয়ে যায়।
এদিন বিচারপতি খানউইলকর, ইন্দু মালহোত্রা ও অজয় রাস্তোগি বলেন যে তারা এই পিটিশন খারিজ করে দিয়েছেন। বিস্তারিত জাজমেন্ট পরে ওয়েবসাইটে আপলোড করা হবে। ৯ ফেব্রুয়ারি শুনানি শেষ হওয়ার পর রায় সংরক্ষিত করে রেখেছিল শীর্ষ আদালত।
প্রসঙ্গত, প্রথমে আপত্তি জানালেও শেষে একবার সুযোগ দেওয়ার বিষয়ে নিমরাজি হয়েছিল কেন্দ্র। কিন্তু সুপ্রিম কোর্ট সবদিক বিচার করে আবেদন খারিজ করেছে। এখনকার নিয়ম অনুযায়ী জেনারেল ক্যান্ডিডেটরা ৩২ বছর বয়স অবধি ৬ বার বসতে পারেন। ওবিসিদের ৩৫ বছর বয়স অবধি নয়বার সুযোগ ও এসসিএসটি ক্যান্ডিডেটরা যতবার খুশি পরীক্ষা দিতে পারেন ৩৭ বছর অবধি। সুপ্রিম কোর্ট বলেছিল যে বয়সের উর্ধ্বসীমা কি শিথিল করা যায়, কিন্তু তাতে রাজি হয়নি কেন্দ্র।
কেন্দ্র বলে যে একবার এরকম সুযোগ দিলে এই বিষয়টি একেবারে হাতের বাইরে চলে যাবে। কেন্দ্রের তরফ থেকে বলা হয় যে এই বিষয় সরকার যদি কোনও হঠকারী সিদ্ধান্ত নেয়, তাহলেই আদালত হস্তক্ষেপ করতে পারে। নয়তো এটি নীতির বিষয় ও কেন্দ্র নিজের মতো ঠিক করতে পারে।
ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা হয় গত বছর ৪ অক্টোবর। সুপ্রিম কোর্ট এর আগে বলেছিল যে কেন্দ্র যেটা বলেছে যে সুযোগের ক্ষেত্রে তারা নিয়ম লঘু করতে পারে কিন্তু বয়সে সম্ভব নয়, সেটা যেন পিটিশনকারীরা মেনে নেয়। কিন্তু সেরকম সদর্থক প্রতিক্রিয়া না পাওয়ায় কড়া সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।