বাংলা নিউজ > কর্মখালি > SET 2023 Answer Key: প্রকাশিত SET-র 'অ্যানসার কি', কত নম্বর পেতে পারেন পরীক্ষায়? বুঝে যাবেন আপনি

SET 2023 Answer Key: প্রকাশিত SET-র 'অ্যানসার কি', কত নম্বর পেতে পারেন পরীক্ষায়? বুঝে যাবেন আপনি

প্রকাশিত হল SET-র 'অ্যানসার কি'। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

SET 2023 Answer Key: SET-র 'অ্যানসার কি' প্রকাশিত হল।  প্রার্থীরা পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.wbcsc.org.in এবং www.wbcsconline.in থেকে সেই উত্তরপত্র দেখতে পারবেন।

প্রকাশিত হল ২৪ তম স্টেট এলিজিবিটি টেস্টের (সেট) 'অ্যানসার কি'। প্রার্থীরা পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের (West Bengal College Service Commission) অফিসিয়াল ওয়েবসাইট www.wbcsc.org.in এবং www.wbcsconline.in থেকে সেই উত্তরপত্র দেখতে পারবেন।

চলতি বছরের ৮ জানুয়ারি সেট (SET Exam 2023) পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষা হওয়ার ১২ দিনের মাথায় 'অ্যানসার কি' বা উত্তরপত্র প্রকাশ করল পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। তবে কবে চূড়ান্ত ‘অ্যানসার কি’ প্রকাশিত হবে বা কবে রেজাস্ট প্রকাশিত হবে, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি।

কীভাবে সেটের ‘অ্যানসার কি’ দেখতে পারবেন?

১) পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.wbcsc.org.in-তে যেতে হবে।

২) হোমপেজে 'SET QUESTION PAPERS & ANSWER KEY'-তে ক্লিক করতে হবে। 

৩) 'SET QUESTION PAPER, ANSWER KEY AND JUMBLING ORDER'-র আওতায় 'Select Year' আছে। সেই ড্রপ-ডাউন বক্সে ক্লিক করতে হবে। সেখানে ২০২৩ বেছে নিন।

৪) নয়া একটি পেজ খুলে যাবে। তারপর বিষয়, পেপার, সিরিজের ভিত্তিতে 'অ্যানসার কি' বা উত্তরপত্র দেওয়া আছে। আপনার যেটা হবে, সেই বক্সে 'Download' অপশন আছে। তাতে ক্লিক করতে হবে।

৫) একটি পিডিএফ খুলে যাবে। সেই পিডিএফে দেখে নিন যে আপনি কতগুলি সঠিক উত্তর দিয়েছেন। সেইসঙ্গে ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখতে পারেন।

শুধু এটাই নয়, আরও একটি উপায়ে সেটের উত্তরপত্র দেখা যাবে। তা কমিশনের www.wbcsconline.in থেকে দেখতে হবে। কীভাবে সেই উপায়ে উত্তরপত্র দেখতে হবে, তা জেনে নিন -

১) পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.wbcsconline.in-তে যেতে হবে প্রার্থীদের।

২) হোমপেজে 'Please Click for 24TH SET QUESTION PAPERS & ANSWER KEY' অপশন আছে। তাতে ক্লিক করুন।

৩) তাহলেই নয়া পেজ খুলে যাবে। 'SET QUESTION PAPER, ANSWER KEY AND JUMBLING ORDER'-র নীচে 'Select Year' দেখতে পারবেন। ড্রপ-ডাউন বক্সে ক্লিক করে ২০২৩ বেছে নিতে হবে।

৪) তারপর একটি পেজ খুলে যাবে। সেখান থেকে 'অ্যানসার কি' দেখতে পারবেন। 

SET 2023 Answer Key দেখার ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে

কতদিনের মধ্যে ‘অ্যানসার কি’-র ফিডব্যাক জমা দেওয়া যাবে?

কলেজ সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, প্রার্থীরা 'অ্যানসার কি' নিয়ে ফিডব্যাক বা প্রতিক্রিয়া দিতে পারবেন। wbcscsetkeys2023@gmail.com-তে মেল করতে হবে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে সেই কাজটা করতে হবে বলে জানিয়েছে কলেজ সার্ভিস কমিশন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন