বোর্ড পরীক্ষার মতোই রাজ্য জয়েন্ট পরীক্ষায় ভালো ফল করল সাউথ পয়েন্ট হাইস্কুল। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়েছে, এবার জয়েন্টে যিনি পঞ্চম স্থান অধিকার করেছেন, তিনি সাউথ পয়েন্টেরই পড়ুয়া। পঞ্চম স্থান অধিকার করেছেন ময়ূখ চৌধুরী। তাছাড়া প্রথম একশোর মধ্যে কমপক্ষে আরও পাঁচজন আছেন। প্রথম একশোয় আছেন আফরিন মুন্সিও। যিনি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় সাউথ পয়েন্ট হাইস্কুল থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন। ৪৯০ (৯৮ শতাংশ) পেয়েছিলেন আফরিন।
রাজ্য জয়েন্টে সাউথ পয়েন্টের পড়ুয়াদের পারফরম্যান্স
১) ময়ূখ চৌধুরী: তিনি রাজ্য জয়েন্টে পঞ্চম হয়েছেন।
২) সৌম্যদীপ দাস: রাজ্য জয়েন্টে তাঁর র্যাঙ্ক হয়েছে ৩২।
৩) আহান মুখোপাধ্যায়: তিনি ৩৬ তম স্থান অধিকার করেছেন।
৪) আফরিন মুন্সি: তাঁর র্যাঙ্ক হল ৪৭।
৫) মুকুট চট্টোপাধ্যায়: রাজ্য জয়েন্টে ৬০ তম স্থান অধিকার করেছেন।
৬) দীপ্তার্ক ভট্টাচার্য: তাঁর র্যাঙ্ক হল ৮৬।
সিবিএসইয়ের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় কোনও মেধাতালিকা প্রকাশ না করা হওয়ায় দেশের মধ্যে সাউথ পয়েন্টের কোনও পড়ুয়া প্রথম দশে ছিলেন না, তা স্পষ্ট ছিল না। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে অবশ্য সেরকম কোনও জল্পনার অবকাশ নেই। কারণ পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। আর তাতে পাঁচ নম্বরে আছে নাম আছে সাউথ পয়েন্ট পড়ুয়া ময়ূখের। যিনি আবার কলকাতা থেকে রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন।
জয়েন্টের সাফল্য নিয়ে ময়ূখ কী বলছন?
ময়ূখ জানিয়েছেন, সিবিএসই যে প্যাটার্ন পরিবর্তন করেছে, তাতে তাঁর সুবিধা হয়েছে। বোর্ড পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার সিলেবাস মোটামুটি একই ধাঁচের হয়ে গিয়েছে। তার ফলে বোর্ড পরীক্ষার পাশাপাশি রাজ্য জয়েন্টের মতো অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সুবিধা হচ্ছে।
কী কী ভালোবাসেন ময়ূখ? কী নিয়ে পড়তে চান?
ময়ূখ জানিয়েছেন যে বই পড়তে খুব ভালোবাসেন। সেইসঙ্গে ভালোবাসেন খেলা দেখতে। বিশেষত ক্রিকেট দেখতে খুব ভালোবাসেন বলে জানিয়েছেন সাউথ পয়েন্ট হাইস্কুলের পড়ুয়া। তিনি আরও জানিয়েছেন যে আইআইটিতে পড়তে চান। তবে সেটা পুরোপুরি জেইই-অ্যাডভান্সডের পার্সেন্টাইলের উপর নির্ভর করছে। এখন চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন সাউথ পয়েন্ট হাইস্কুলের পড়ুয়া।