একেবারে প্রথম থেকেই গুরুত্ব সহকারে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্টটা। এমনই মনে করেন সাউথ পয়েন্ট হাইস্কুলের ছাত্র প্রতনু চৌধুরী। যিনি এবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৪৮৭ নম্বর (৯৭.৪ শতাংশ) পেয়েছেন। সাউথ পয়েন্ট থেকে তৃতীয় হয়েছেন। আগামী বছর যাঁরা বোর্ড পরীক্ষা দেবেন, তাঁদের উদ্দেশ্যে সেই প্রতনু বলেছেন, ‘দ্বাদশ শ্রেণির প্রথম থেকেই খুব ভালোভাবে ফোকাস করতে বলব। প্রথম থেকেই সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। বোর্ড পরীক্ষার বছরটা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই বলেন যে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা অতটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আমার মতটা আলাদা। আমার মনে হয়, অত্যন্ত গুরুত্ব সহকারে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দেওয়া উচিত। অনেক জায়গায় দ্বাদশের রেজাল্টটা কাজে লাগে।’
CBSE-র দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় কোন বিষয়ে কত পেয়েছেন প্রতনু?
দ্বাদশ শ্রেণিতে সায়েন্স ছিল প্রতনুর। তিনি জানিয়েছেন, কেমিস্ট্রি এবং বায়োলজিতে ১০০ নম্বর পেয়েছেন। অঙ্কে পেয়েছেন ৯৫ নম্বর। ইংরেজিতে তাঁর প্রাপ্ত নম্বর হল ৯৮। আর ফিজিক্সে ৯৪ পেয়েছেন বলে জানিয়েছেন সাউথ পয়েন্ট হাইস্কুলের ছাত্র।
তিনি বলেন, ‘যা আশা করেছিলাম, মোটামুটি সেরকমই নম্বর পেয়েছি। যে বিষয়ে সবথেকে বেশি নম্বর পেয়েছি, তাতে যে অত নম্বর পাব, সেটা ভাবতে পারিনি। বায়োলজিতে ভেবেছিলাম যে ১০০-য় ১০০ পাব। সেটা হয়েছে। কেমিস্ট্রিতে ভেবেছিলাম যে নম্বর কাটা যাবে। শেষপর্যন্ত কেমিস্ট্রিতে পুরো ১০০ পাওয়ায় খুব ভালো লাগছে। তবে অঙ্কে যা আশা করেছিলাম, তার থেকে কিছুটা কম পেয়েছি। সেটা বাদ দিলে সবমিলিয়ে যা পেয়েছি, তাতে আমি খুশি।’
কীভাবে বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন? কতক্ষণ পড়তেন?
প্রতনু জানিয়েছেন, বোর্ড পরীক্ষার আগে রাত জেগে পড়তেন। রাত ৩ টে ৩০ মিনিট থেকে রাত ৪ টে পর্যন্ত পড়াশোনা করতেন। তারপর সকাল ৮ টা ৩০ মিনিট থেকে সকাল ৯ টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তেন। তারপর ফের পড়তে বসতেন বলে জানিয়েছেন প্রতনু।
তিনি বলেন, 'একেবারে বাঁধা-ধরা কোনও সূচি ছিল না। আমি রাত জেগে পড়তে ভালোবাসতাম। তাই পরীক্ষার আগে সকালে পাঁচ-ছয় ঘণ্টা পড়তাম। তারপর রাতে আবার ন'টা থেকে রাত সাড়ে তিনটে-চারটে পর্যন্ত পড়ার চেষ্টা করতাম। সবমিলিয়ে পরীক্ষার আগে দিনে ১০-১২ ঘণ্টা পড়ার চেষ্টা করতাম।'
ভবিষ্যতে কী নিয়ে পড়তে চান প্রতনু?
সাউথ পয়েন্ট হাইস্কুলের ছাত্র জানিয়েছেন, স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে চান। ইতিমধ্যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউটের (আইএসআই) প্রবেশিকা দিয়েছেন। সেইসঙ্গে প্রেসিডেন্সি কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজের মতো কলকাতার প্রথমসারির কলেজে আবেদন করছেন বলে জানিয়েছেন প্রতনু।
আঁকতে ভালোবাসেন প্রতনু
দ্বাদশ শ্রেণির পড়াশোনার প্রবল চাপের মধ্যে সময় পেলেই আঁকতেন প্রতনু। বিশেষত স্কেচ করতে খুব ভালোবাসেন। তাঁর কথায়, ‘আমি আঁকতে ভালোবাসি, স্কেচ করতে ভালোবাসি। গান শুনতেও ভালো লাগে।’