বাংলা নিউজ > কর্মখালি > SSC Calendar 2020-21 প্রকাশিত- পরীক্ষার দিনক্ষণ জেনে নিন

SSC Calendar 2020-21 প্রকাশিত- পরীক্ষার দিনক্ষণ জেনে নিন

এসএসসি লিস্ট

Staff Selection Commission (SSC)-র তরফ থেকে অফিসিয়াল লিস্ট প্রকাশ করা হয়েছে। দেখে নিন আপনার পরীক্ষার দিন।

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) ২০২০-২১ সালের অফিসিয়াল ক্যালেন্ডার প্রকাশ করেছে। সিজিএল পরীক্ষা হবে আগামী বছরের মার্চের ২ থেকে ১১ তারিখের মধ্যে। এটি পুরোটাই কম্পিউটারের সাহায্যে করা হবে।

কম্বাইনড হায়ার সেকেন্ডারি লেভেল (সিএইচএসএল) পরীক্ষাটি নেওয়া হবে মার্চের ১৬-২৭ তারিখের মধ্যে। এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা মার্চের ৩০ তারিখে থেকে দোসরা এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে।

পরীক্ষাসূচি
পরীক্ষাসূচি

এছাড়াও এসএসসি সিএপিএফ পরীক্ষার নোটিফিকেশন বেরোবে ১৭ এপ্রিল। পরীক্ষাটি আগামী বছরের ২৮ সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবরের মধ্যে হবে।

এসএসসি জেএইচটি পরীক্ষার নোটিফিকেশন বেরোবে আগামী বছরের এপ্রিলের ১৭ তারিখ। পরীক্ষাটি হবে পয়লা অক্টোবরে। এসএসসি এমটিএস পরীক্ষা হবে অক্টোবর ২৬ থেকে নভেম্বরের ১৩ তারিখের মধ্যে। জুলাই ১৫ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে।

এসএসসি জেই পরীক্ষার নোটিফিকেশন বেরোবে অগস্ট মাসে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে।

বন্ধ করুন