বাংলা নিউজ > কর্মখালি > SSC CGL Tier 1 পরীক্ষার ফলাফল প্রকাশিত, চেক করুন ssc.nic.in
যারা এসএসসি সিজিএল পরীক্ষার ফলাফলের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছিলেন, সেই অপেক্ষার অবসান হল।
স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) বুধবার, ১ জুলাই, এসএসসি সম্মিলিত স্নাতক স্তরের 2019 টিয়ার 1 পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে। এটি সরকারি ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পাবেন।
পরীক্ষার্থীরা ssc.nic.in- এ অনলাইনে তাদের ফলাফল পরীক্ষা করতে পারবেন। মার্চ মাসের শুরুতে এই পরীক্ষা হয়েছিল। মার্চের ৩-৯ তারিখের মধ্যে সারা দেশব্যাপী ছড়িয়ে থাকা বিভিন্ন সেন্টারে এই পরীক্ষা হয়। কম্পিউটারে হয় এই পরীক্ষা। এর সব প্রশ্নের সঠিক উত্তর জানানো হয় ১৬ মার্চ। কোনও উত্তর নিয়ে বিতর্ক থাকলে তার পাঁচ দিনের মধ্যে সেটা জানাতে বলা হয়েছিল।
মঙ্গলবার সিএসএল নিয়োগের জন্য অস্থায়ী শূন্যপদ প্রকাশ করেছে এসএসসি। এই বছর, কমিশন সম্মিলিত স্নাতক স্তরের নিয়োগ পরীক্ষা সহ ৮৫৮২ শূন্যপদ পূরণ করবে।
কর্মখালি খবর