স্টাফ সিলেকশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি (১০+২) লেভেল পরীক্ষা ২০২৩ এর টিয়ার ওয়ান-এর ফলাফল প্রকাশিত হয়েছে। এই এসএসসি সিএইচএসএল- পরীক্ষার টিয়ার ওয়ান-এ সম্ভাব্য উত্তীর্ণ কারা হতে চলেছেন, তার আভাস রয়েছে এই অ্যানসার কি তে। উল্লেখ্য, ssc.nic.in এই ওয়েবসাইটে লগ ইন করে সমস্ত তথ্য পেশ করলে মিলছে অ্যানসার কি-এর দেখা। ফলে স্বভাবতই এই অ্যানসার কি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে উৎসাহ।
এছাড়াও স্টাফ সিলেকশন কমিশন প্রকাশ করেছে কারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আর কারা হয়নি, তার তালিকা। ওই ওয়েবসাইটে গিয়েই তার হদিশ পাওয়া যাবে। টিয়ার ১ এর ফলাফল সেপ্টেম্বরের ২৭ তারিখে ঘোষণা করা হয়েছে। এরপর কমিশনের তরফে জানানো হয়েছে, পরীক্ষায় স্বচ্ছ্বতা বজায় রাখতে কমিশন চূড়ান্ত অ্যানসার কি প্রকাশ করছে। ফলে মঙ্গলবারই কমিশন সেই অ্যানসার কি প্রকাশিত করেছে। যার ফলে ওয়েবসাইটে লগ ইন করেই দেখা যাচ্ছে উত্তর। এই অ্যানসার কি ডাউনলোড করার বা স্কোরবোর্ডের তালিকা ডাউনলোড করার শেষ তারিখ ৩১ অক্টোবর। এছাড়াও ওই ওয়েবসাইট থেকে প্রশ্নপত্র ডাউনলোড করারও শেষ তারিখ ৩১ অক্টোবর। ৩১ অক্টোবর সন্ধ্যা ৬ টা নাগাদ এই সময়সীমা শেষ হচ্ছে।
ওয়েবসাইটে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিলেই আসছে সমস্ত উত্তর। চূড়ান্ত অ্যানসার কি বা উত্তর পত্রের প্রিন্টআউট নিয়ে রাখার জন্য সমস্ত পরীক্ষার্থীদের প্রতি বার্তা দিয়েছে কমিশন। কারণ ৩১ অক্টোবরের পর ওই সাইটে আর দেখা যাবে না উত্তরপত্র।
কীভাবে ডাউনলোড করবেন উত্তর পত্র-
১) ssc.nic.in এর সাইটে প্রথমে যেতে হবে।
২) হোমপেজে গিয়ে দেখতে হবে নোটিফিকেশন।
৩) এরপর ডিরেক্ট লিঙ্ক পেতে গেলে স্ক্রল ডাউন করে নিতে হবে। তাতেই মিলবে লিঙ্ক।
৪) সমস্ত তথ্য দিয়ে নিজের অ্যাকাউন্ট খুলে নিন।
৫) এরপর অ্যানসার কি, প্রশ্নপত্র, স্কোরবোর্ড ডাউনলোড করে নিন।