কবে কোন পরীক্ষা হবে? তা নিয়ে সম্ভাব্য সূচি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। সেইসঙ্গে কবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে, কবে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং কতদিন আবেদন চলবে, তা নির্দিষ্টভাবে জানানো হয়েছে।
১) কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা, ২০২১ (টিয়ার-১): আগামী ২৩ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করা হবে। আবেদন করা যাবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষা হতে পারে আগামী এপ্রিলে।
২) কম্বাইনড হাইয়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা, ২০২১ (টিয়ার-১): আগামী বছরের ১ ফেব্রুয়ারি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। আবেদন করতে পারবেন আগামী ৭ মার্চ পর্যন্ত। তারপর মে'তে হবে পরীক্ষা।
৩) মাল্টি টাস্কিং (নন-টেকনিকাল) স্টাফ পরীক্ষা, ২০২১ (টিয়ার-১): নয়া বছরের ২২ মার্চ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। আবেদন করতে পারবেন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। তারপর জুনে হবে পরীক্ষা।
বাকি পরীক্ষাগুলির সম্ভাব্য সূচি, কবে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং কতদিন আবেদন চলবে:
২০২০ সালের এসএসসি সিজিএলের টিয়ার-১ পরীক্ষার কাট-অফ মার্কস।সেই কাট-অফ মার্কসের ভিত্তিতে টিয়ার-২ এবং টিয়ার-৩ পরীক্ষার প্রার্থীদের বেছে নেওয়া হয়েছে। যা স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in থেকেও দেখা যাবে। আগামী ২৮ এবং ২৯ জানুয়ারি হবে টিয়ার-২ পরীক্ষা। ৬ ফেব্রুয়ারি টিয়ার-৩ পরীক্ষা হবে। স্টাফ সিলেকশন কমিশনের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতির উপর পরীক্ষা নির্ভর করবে। পরীক্ষার তিন থেকে সাতদিন আগে কমিশনের আঞ্চলিক ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে।