1/5 যাঁরা ২০২৩ সালের স্টাফ সিলেকশন কমিশনের আওতাধীন বছরের বাকি অংশের পরীক্ষার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করে রয়েছেন, তাঁদের জন্য রয়েছে সুখবর। ২০২৩ সালের এসএসসির আওতায় বিভিন্ন পরীক্ষার দিন, তারিখ প্রকাশিত হয়ে গেল। দেখে নেওয়া যাক, কোন পরীক্ষা, কবে পড়েছে।
2/5 ২০২৩ সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে রয়েছে পর পর পরীক্ষা। আর স্টাফ সিলেকশন কমিশনের আওতাধীন সেই পরীক্ষাগুলির তারিখ প্রকাশ করেছে এসএসসির অফিশিয়াল ওয়েবসাইট। ssc.nic.in এই ওয়েবসাইটে গেলেই জানতে পারা যাবে সেই পরীক্ষাগুলির তারিখ।
3/5 এসসসির ‘কম্বাইড গ্র্যাজুয়েট লেভেল ২০২৩ টিয়ার ৩’ এর পরীক্ষা অক্টোবরের ২৫, ২৬, ২৭ তারিখে হবে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল টিয়ার ২র পরীক্ষা হবে নভেম্বরের ২ তারিখে, জুনিয়ার ইঞ্জিনিয়ার পেপার ২ এর পরীক্ষা হবে ৪ ডিসেম্বর, সাবইন্সপেক্টর ও সেন্ট্রাল আর্মড পুলিশ এক্সামিনেশন টিয়ার ২ এর পরীক্ষা হবে ২২ ডিসেম্বর।
4/5 এসএসসির পরীক্ষার ক্যালেন্ডার ডাউনলোড করতে গেলে, প্রথমে যেতে হবে সাইটে। ssc.nic.in এই সাইটে গিয়ে, সেখানে হোমপেজে এসএসসি এক্সাম ক্যালেন্ডার লিঙ্ক পাবেন। সেখানে গিয়ে ক্লিক করুন। সেখানে পরীক্ষার তারিখ দিয়ে থাকবে একটি পিডিএফ। আর সেই পিডিএফ দেখে নিতে পারেন। আর তা ডাউনলোড করতে পারেন, ডাউনলোড অপশনে গিয়ে।
5/5 ন্যাশনাল মেডিক্যাল কমিশন এর আগে সরকারের কাছে আবেদন করেছিল যাতে ২০২৩ সালের ডিসেম্বর থেকে নিট-পিজি’র বদলে ন্যাশনাল এক্সিট টেস্ট বা নেক্সট অনুষ্ঠিত হয়। এই আবহে অনেকের মনেই ধন্দ দেখা দিয়েছিল, তাহলে কি ২০১৯ সালের এমবিবিএস ব্যাচকে প্রথমবার বসতে হবে নেক্সট পরীক্ষায়। সেই ধন্দের মেঘ কাটিয়ে দিল মেডিক্যাল কমিশন। জানিয়ে দিল নেক্সট-এর প্রথম পরীক্ষার বছর এবং কারা এর আওতায় আসবেন।