স্টাফ সিলেকশন কমিশন এসএসসি জিডি কনস্টেবল অ্যাডমিট কার্ড ২০২১ প্রকাশ করেছে। অসম রাইফেলস পরীক্ষা, ২০২১ (পেপার-১)-এর অধীনে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ), এনআইএ, এসএসএফ এবং রাইফেলম্যান (জিডি)-তে কনস্টেবল পদের (জিডি) ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। আঞ্চলিক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই অ্যাডমিট কার্ড। ১৬ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন এখানে।
কম্পিউটার-ভিত্তিক পরীক্ষার মাধ্যমে কমিশন শুধুমাত্র ইংরেজি এবং হিন্দিতে এই পরীক্ষা পরিচালনা করবে। পরীক্ষার কোনও পর্যায়ের অ্যাডমিট কার্ড ডাকযোগে পাঠানো হবে না। কমিশনের আঞ্চলিক অফিসের ওয়েবসাইটের পাশাপাশি CRPF-এর ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সুবিধা দেওয়া হবে। যে প্রার্থীরা পরীক্ষার জন্য উপস্থিত হবেন তারা নিচে দেওয়া এই সহজ পদক্ষেপগুলির মাধ্যমে অ্যডমিট কার্ড ডাউনলোড করতে পারেন:
এসএসসির আঞ্চলিক ওয়েবসাইটের অফিসিয়াল সাইটে যান।
হোম পেজে উপলব্ধ এসএসসি জিডি কনস্টেবল অ্যাডমিট কার্ড ২০২১ লিঙ্কে ক্লিক করুন।
লগইন বিবরণ লিখুন এবং সাবমিটে ক্লিক করুন।
আপনার অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখানো হবে।
অ্যাডমিট কার্ডটির তথ্য খতিয়ে দেখে তা ডাউনলোড করুন।
প্রয়োজনে অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউন বের করে নিয়ে হার্ড কপি রাখুন নিজের কাছে।