বাংলা নিউজ > কর্মখালি > SSC GD Final marks: এসএসসি জিডি ২০২৩ এর চূড়ান্ত মার্কস প্রকাশিত, কীভাবে জানবেন ফলাফল, দেখে নিন

SSC GD Final marks: এসএসসি জিডি ২০২৩ এর চূড়ান্ত মার্কস প্রকাশিত, কীভাবে জানবেন ফলাফল, দেখে নিন

সিএপিএফ-এ কনস্টেবল (জিডি), এসএসএফ, অসম রাইফেলসে রাইফেলম্যান (জিডি) পদে নিয়োগের যে পরীক্ষা হয়েছিল, ২০২৩ সালের ১০ অগস্ট তার ফলাফল প্রকাশিত হয়েছিল। এবার সেই পরীক্ষার চূড়ান্ত ফলাফল সামনে এল।

1/4 স্টাফ সিলেকশন কমিশন এবার প্রকাশ করল এসএসসি জিডি ২০২৩ এর পরীক্ষার চূড়ান্ত ফলাফল। ২০ সেপ্টেম্বর বুধবার প্রকাশিত হয়েছে এই পরীক্ষার ফলাফল। যে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছেন, তাঁরা ssc.nic.in ওয়েবসাইট থেকে ফলাফল দেখে নিতে পারেন। 
2/4 

উল্লেখ্য,  সিএপিএফ-এ কনস্টেবল (জিডি), এসএসএফ, অসম রাইফেলসে রাইফেলম্যান (জিডি) পদে নিয়োগের যে পরীক্ষা হয়েছিল, ২০২৩ সালের ১০ অগস্ট তার ফলাফল প্রকাশিত হয়েছিল। এবার সেই পরীক্ষার চূড়ান্ত ফলাফল সামনে এল। এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে পরীক্ষার্থীদের চূড়ান্ত মার্কস আপলোড করা হয়েছে। উল্লেখ্য, ৪ অক্টোবর পর্যন্ত ওই মার্কসগুলি সাইটে থাকবে বলে জানা গিয়েছে।  

3/4 উল্লেখ্য, ফলাফল জানতে গেলে, নিজের রেজিস্ট্রেশন নম্বরটি ও পাসওয়ার্ড সাইটের নির্দিষ্ট জায়গায় দিতে হবে। তাতে ফলাফলের লিঙ্ক বেরিয়ে আসবে। তবে তার জন্য আগে যেতে হবে ssc.nic.in এ। সেখানে গিয়ে হোমপেজে থাকবে ক্যান্ডিডেট লগ ইন। তারপর দিতে হবে রেজিস্ট্রেশন নম্বর। তাতেই আপনার এসএসসি জিডির স্কোর প্রকাশ্যে আসবে। ওই স্কোরের ফলাফল ডাউনলোড করে নিন। তারপর তার প্রিন্টআউট বের করুন।   (FWE).
4/4 সিএপিএফ কনস্টেবল (জিডি), অসম রাইফেলসে এসএসএফ রাইফেলম্যান (জিডি)নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোতে সিপাহি নিয়োগের জন্য চলতি বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে তার পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষারই ফলাফল প্রকাশিত হত।  (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

আরও ছবি