বাংলা নিউজ > কর্মখালি > SSC JE final result 2018: প্রকাশিত হল ফলাফল, দেখে নিন আপনার রেজাল্ট

SSC JE final result 2018: প্রকাশিত হল ফলাফল, দেখে নিন আপনার রেজাল্ট

জুনিয়র ইঞ্জিনিয়ার (২০১৮) নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

রেজাল্ট জানার উপায়ও দেখে নিন।

জুনিয়র ইঞ্জিনিয়ার (২০১৮) নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। যে প্রার্থীরা নথি যাচাই (ডকুমেন্ট ভেরিফিকেশন) প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়েছিলেন, তাঁরা ssc.nic.in-তে গিয়ে ফলাফল দেখতে পারবেন।

২০১৯ সালের ১২ ডিসেম্বর জুনিয়র ইঞ্জিনিয়ার প্রথম পত্রের ফলাফল প্রকাশিত হয়েছিল। ১৫ দিন পর আবারও ফল প্রকাশ করেছিল এসএসসি। তাতে মোট ১০,৬৩৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। তারপর গত ১১ সেপ্টেম্বর জুনিয়র ইঞ্জিনিয়ার দ্বিতীয় পত্রের ফলাফল প্রকাশ করেছিল এসএসসি। তারপর নথি যাচাই প্রক্রিয়া হয়। সেখানে যে প্রার্থীদের নথি সঠিক বলে প্রমাণিত হয়েছে, তাঁরা নিয়োগের ছাড়পত্র পেয়েছে। নথি যাচাইয়ের প্রক্রিয়ার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৩,৮০০ জন উত্তীর্ণ হয়েছিলেন। ইলেকট্রিকাল বা মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়েরর ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের সংখ্যা ছিল ৮৮৩।

কীভাবে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার (SSC JE 2018) পরীক্ষার চূড়ান্ত ফলাফল দেখবেন?

১) স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) অফিসিয়াল ওয়েবসাইটে বা ssc.nic.in-তে যান।

২) হোম পেজে ‘Junior Engineer (Civil, Electrical, Mechanical and Quantity Surveying & Contracts) Examination, 2018 – Declaration of Final Result’ লিঙ্কে ক্লিক করুন। 

৩) তারপর একটি পিডিএফ খুলে যাবে। তাতে মেধাতালিকা বা মেরিট লিস্ট দেখাবে।

৪) তালিকায় নিজের নাম দেখে নিন।

৫) পিডিএফ ডাউনলোড করে রাখুন।

বন্ধ করুন