SSC Stenographer Grade C & D Cut Off Marks: পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে? কাট-অফ মার্কস কত?
১ মিনিটে পড়ুন . Updated: 22 Jan 2022, 04:13 PM IST- দেখে নিন কাট-অফ মার্কস।
স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’ এবং ‘ডি’ নিয়োগ পরীক্ষার কাট-অফ মার্কস প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। যে প্রার্থীরা লিখিত পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-তে গিয়ে কাট-অফ মার্কস দেখতে পারবেন। ফলাফল প্রকাশিত হবে আগামী ২৮ জানুয়ারি (শুক্রবার)।
যে প্রার্থীরা কম্পিউটার বেসড পরীক্ষায় নির্বাচিত হয়েছেন, তাঁরা স্কিল টেস্ট দিতে পারবেন। গত বছরের ১১, ১২ এবং ১৫ নভেম্বর কম্পিউটার বেসড পরীক্ষা হয়েছিল। স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’ নিয়োগ পরীক্ষার স্কিল টেস্ট দেওয়ার জন্য প্রাথমিকভাবে ৩,৬০৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। স্টেনোগ্রাফার গ্রেড ‘ডি’ নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে সেই সংখ্যাটা ১৩,৪৪৫।
স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’ নিয়োগ পরীক্ষার কাট-অফ মার্কস:
১) তফসিলি জাতিভুক্ত প্রার্থী: ১৩২.৯২৬২৬।
২) তফসিলি উপজাতিভুক্ত প্রার্থী: ১১৭.৪৪৩৭২।
৩) অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থী: ১৪২.৩৬০৭১।
৪) আর্থিকভাবে দুর্বল শ্রেণির প্রার্থী: ১৪২.৩৬০৭১।
৫) অসংরক্ষিত প্রার্থী: ১৪৬.৭৯৩২৩।
৬) ওএইচ প্রার্থী: ১০৮.৬৮০০৮।
৭) ভিএইচ প্রার্থী: ৫৫.৯৪৬৪৫।
স্টেনোগ্রাফার গ্রেড ‘ডি’ নিয়োগ পরীক্ষার কাট-অফ মার্কস:
১) তফসিলি জাতিভুক্ত প্রার্থী: ১০৩.৮৯০০৮।
২) তফসিলি উপজাতিভুক্ত প্রার্থী: ৮৪.৬১৩২৭
৩) অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থী: ১২৬.৭২১৩২।
৪) আর্থিকভাবে দুর্বল শ্রেণির প্রার্থী: ৮৩.৫৬৩৮২।
৫) অসংরক্ষিত প্রার্থী: ১৩১.২২৭৫৯।
৬) ইএসএম প্রার্থী: ৪০।
৭) ওএইচ প্রার্থী: ৫৯.৩১৫৬০।
৮) ভিএইচ প্রার্থী: ৫১.২৯৩২১।
৯) অন্যান্য পিডব্লুউডি প্রার্থী: ৪০।