স্বপ্ন ছিল সফল স্টার্টআপ তৈরি করা। সেই পথে এগিয়েও ছিলেন। কিন্তু শেষমেষ এমন কিছু হয়েছিল যে কর্মচারীদের ভালোর জন্য নিজেরই কোম্পানি বেচে দিয়েছিলেন।
অ্যাপডাইনামিক্সের প্রতিষ্ঠাতা জ্যোতি বনসালের গল্প এটা। সফটওয়্যার কোম্পানি নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করেছিলেন তিনি। কিন্তু একদিন বুকে পাথর রেখে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেন। পরে এই সিদ্ধান্তের জন্য আফসোসও করেন তিনি। আসলে, ২০১৭ সালে নিজের কোম্পানি অ্যাপডাইনামিক্স ৩.৭ বিলিয়ন ডলারে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন জ্যোতি।
আরও পড়ুন: (Bizarre: 'আবার আসব ফিরে'- কাজ ছাড়ার আগে বসকে চিঠি লিখলেন কর্মী)
ঠিক কী কারণে বেচেছিলেন স্বপ্নের কোম্পানি
উল্লেখ্য, ২০১৭ সালে, অ্যাপডাইনামিক্স স্টার্টআপটি পাবলিক হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই টেক জায়েন্ট সিসকো কোম্পানিটিকে ৩.৭ বিলিয়ন ডলারে কেনার প্রস্তাব দিয়েছিল। প্রস্তাব ফেরাননি। সেই সময়ে দাঁড়িয়ে, তাঁর কোম্পানির প্রায় ৪০০ কর্মচারী এবং নিজের আর্থিক দিক শক্তিশালী করতে চেয়েছিলেন।
এছাড়াও তাঁর সফ্টওয়্যার সিস্কোর পণ্যের সঙ্গে ভালভাবে ফিট করে। এটি বিক্রি করা গেলে প্রায় ১,২০০ কর্মচারী উপকৃত হতে পারতেন। এরই পাশাপাশি বনসাল আরও বিশ্বাস করতেন যে ৩.৭ বিলিয়ন ডলার বাজার মূল্যে পৌঁছোতে 'তিন থেকে চার বছরের কঠোর পরিশ্রম' লাগবে, এর মধ্যে ঝুঁকিও রয়েছে। এই সাত পাঁচ ভেবেই বিক্রি করে দিয়েছিলেন কোম্পানি।
কোম্পানিতে তাঁর শেয়ার ছিল ১৪ শতাংশ। কর্মচারীদেরও শেয়ার দেওয়া হয়েছিল। বানসালের দাবি, খুব কম হলেও প্রত্যেক কর্মী সেই সময় অন্তত এক মিলিয়ন ডলার আয় করেছে। অনেক পাঁচ মিলিয়ন ডলারেরও মুখ দেখেছে। বানসালের বৃহস্পতি যথারীতি তুঙ্গেই ছিল।
এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে, সিএনবিসি মেক ইট-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে, সান ফ্রান্সিসকোর ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা জ্যোতি নিজেই জানান যে প্ৰথমে এত টাকায় কোম্পানি বিক্রি করে মনে হয়েছিল দুর্দান্ত কাজ করে ফেললাম। কিন্তু এটি পরে আমার জন্য সবচেয়ে বড় অনুশোচনায় পরিণত হয়েছিল।
অনুশোচনা কীসের
আসলে, পরে বনসালের মনে হয়েছিল, যে কোম্পানির জন্য এত পরিশ্রম করলেন। দিন রাত এক করলেন। এইভাবে বিক্রি না করে এটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতেন। অনুশোচনায় যদিও মুচড়ে পড়েননি তিনি। আরও দু' টি সফটওয়্যার কোম্পানি, ট্রেসেবল এবং হারনেস সহ-প্রতিষ্ঠা করেন। ২০২২ সালের মধ্যে, হারনেসের মূল্য গিয়ে দাঁড়িয়েছিল ৩.৭ বিলিয়ন ডলারে। এখন তিনি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম আনইউজ্যুয়াল ভেঞ্চার-এর একজন সহ-প্রতিষ্ঠাতা এবং পার্টনারও।
আরও পড়ুন: (Boeing Cuts Jobs: ১৭,০০০ কর্মী ছাঁটাই করবে বোয়িং, কী কারণ জানালেন সিইও)
অ্যাপডাইনামিক্স কী কাজ করে
অ্যাপডাইনামিক্স সফ্টওয়্যার মূলত গ্যাজেটের পারফরম্যান্স সংক্রান্ত সমস্যাগুলি খুঁজে বের করা ও যাবতীয় সমস্যা সমাধানের জন্য টুল তৈরি করে।
জ্যোতি বনসাল আসলে কে
জ্যোতি বানসাল রাজস্থানে বড় হয়েছেন। দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। ২০০০ সালে, তিনি সিলিকন ভ্যালিতে প্রযুক্তি নিয়ে কাজ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। ২০০৮ সালে নিজের কোম্পানি অ্যাপডাইনামিক্স প্রতিষ্ঠার আগে তিনি বেশ কয়েকটি স্টার্টআপে কাজ করেছিলেন।
এতটা সফল হলেন কীভাবে
সিএনবিসি মেক ইট সাক্ষাৎকারে, তিনি স্পষ্ট জানিয়েছেন নিজের সাফল্যের রহস্য। তিনি একেবারেই মাল্টিটাস্কিং পছন্দ করেন না। সেই কারণেই তিনি আজ সফল। নিজের পাশাপাশি নিজের কর্মচারীদেরও ভাগ্য সুরক্ষিত করার পিছনে জ্যোতি বনসাল।