ছোট্ট হাতে একটা ঠোঙা নিয়ে সামনে দাঁড়িয়ে খুদে। শিক্ষক দিবসে স্যারকে ‘গিফট’ দেবে যে। আর সেই খুদে যে ‘গিফটটা’ দিয়েছে, তা মন ছুঁয়ে যায় শিক্ষকের। ফেসবুকে তা নিয়ে পোস্ট করেন। সেই পোস্টও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল।
সোমবার ফেসবুকে একটি পোস্ট করেন বিধাননগর পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের একটি স্কুলের শিক্ষক অর্ণব ঘোষ। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জীবনে অনেক-অনেক উপহার পেয়েছি শিক্ষক দিবসে। কিন্তু আজ জানি না, কেন আমার পাওয়া সব উপহারকে ছাপিয়ে গেল। আমার স্কুলের একটি ছাত্র এসে বলল, স্যার আজ শিক্ষক দিবস। তাই মায়ের কাছ থেকে রোজ যে দু'টাকা নিই, তাই দিয়ে তোমার জন্য এটা নিয়ে এসেছি। অনেক অনেক ভালো থেক তোমরা। আর কিছু চাই না। সব কিছু তোদেরকে বিলিয়ে দেব, কথা দিলাম। একজন অনামী শিক্ষক হিসাবে আমার পাওয়া।’
কী ছিল সেই ঠোঙায়?
ওই শিক্ষক ফেসবুকে যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা গিয়েছে, ছয় থেকে সাতটা নিমকি ছিল। সঙ্গে ওই খুদেরও ছবি পোস্ট করেন ওই শিক্ষক। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওই খুদে ছাত্রের কাজে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। সোমবার সকাল ১১ টা ২০ মিনিটে সেই পোস্ট করা হয়েছিল। ইতিমধ্যে তাতে ১০,০০০-র বেশি লাইক পড়ে গিয়েছে। কমেন্টের সংখ্যা ৭২০ ছাড়িয়ে গিয়েছে। শেয়ার হয়েছে ৫,৮০০-র বেশি।
এক নেটিজন বলেন, 'বাচ্চাটাকে অনেক অনেক ভালোবাসা, অনেক বড়ো মনের মানুষ তুই।' সেই পোস্টে অপর একজনের কমেন্ট ছিল, 'ছেলেটির মনের সঙ্গে সঙ্গে মুখটিও বড্ড নির্মল! ভালো থেক ভাই..।' অপর একজন বলেন, ‘মন ছুঁয়ে গেল,শিক্ষক শিক্ষিকা হিসেবে এগুলোই সব থেকে বড় প্রাপ্তি।’ একইসুরে তিনি বলেন, ‘সরল মনের গভীর ভালোবাসা অমৃত সমান। বেঁচে থাকুক এমন মানসিকতা।’