
West Bengal primary teacher recruitment: বাংলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের নির্দেশ
১ মিনিটে পড়ুন . Updated: 18 Jul 2020, 08:43 PM IST- রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননা করার অভিযোগ আনা প্রার্থীদেরও নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
পশ্চিমবঙ্গের ১ হাজার প্রাথমিক শিক্ষক পরীক্ষার্থীদের জন্য সুখবর। ২০০১ সালের প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট রুলস অনু্যায়ী বাড়তি নম্বর দিয়ে ২০০৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী এবং রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননা করার অভিযোগ আনা প্রার্থীদের নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, আগামী সেপটেম্বর মাসের মধ্যে পরীক্ষার্থীদের নিয়োগ করতে হবে। সেই সঙ্গে ২১ অক্টোবরের মধ্যে বিষয়টি আদালতে জানাতে হবে।
অভিযোগ উঠেছিল, প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা যে প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন সেগুলি রাজ্য সরকারের অনুমোদন প্রাপ্ত হলেও NCTE অনুমোদিত নয়।
এর পরই আদালতের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা। সেই সময় কলকাতা হাই কোর্ট প্রশিক্ষণপ্রাপ্তদের অযোগ্য বলে ঘোষণা করেছিল।
হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। দীর্ঘ দিন মামলা চলার পরে ভাগ্য ফিরল তাঁদের।