প্রকাশিত হল ত্রিপুরার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। তবে এখনই অনলাইনে রেজাল্ট দেখা যাচ্ছে না। বেলা ১২ টা ৩০ মিনিট থেকে ত্রিপুরার দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল দেখতে পারবে পড়ুয়ারা। তারা tbseresults.tripura.gov.in বা tbse.tripura.gov.in থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবে বলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে। সেইসঙ্গে পর্ষদের তরফে জানানো হয়েছে যে আগামী সাত-আটদিনের মধ্যে পড়ুয়াদের মার্কশিট এবং সার্টিফিকেট প্রদান করা হবে। সেইসময় উত্তরপত্র রিভিউয়ের বিষয়ে জানিয়ে দেবে পর্ষদ।
ত্রিপুরার মাধ্যমিক পরীক্ষার ফলাফলের আপডেট
— এবার ত্রিপুরার মাধ্যমিক পরীক্ষায় পাশের হার হল ৮৭.৫৪ শতাংশ। ২০২৩ সালের পাশের হার ৮৬.০২ শতাংশ ছিল। অর্থাৎ এবার সামান্য বেড়েছে মাধ্যমিকের পাশের হার।
— এবার ত্রিপুরার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ মার্চ থেকে। চলেছিল ২৩ মার্চ পর্যন্ত।
কীভাবে ত্রিপুরার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে হবে?
১) tbresults.tripura.gov.in-তে যেতে হবে।
২) হোমপেজে 'Madhyamik Examination Result 2024' আছে। তার নীচেই আছে 'Madhyamik (10th Standard) Examination Result 2024 (Announced on May 24, 2024 at 12:00 Hrs)'। পাশেই লেখা রয়েছে 'Click Here for Result'। তাতে ক্লিক করতে হবে।
৩) নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তাহলে পড়ুয়ারা মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে।
ত্রিপুরার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের আপডেট
— ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার হল ৭৯.২৭ শতাংশ। গতবারের থেকেও পাশের হার কমে গিয়েছে। গতবার পাশের হার ছিল ৮৩.২৪ শতাংশ। অর্থাৎ প্রায় চার শতাংশ কমেছে পাশের হার।
— ২০২৩ সালেও ত্রিপুরার উচ্চমাধ্যমিকের পাশের হার একধাক্কায় কমেছিল। ২০২২ সালে উচ্চমাধ্যমিকে পাশের হার ছিল ৯৪.৪৬ শতাংশ। অর্থাৎ ২০২৩ শতাংশ কমে গিয়েছিল ১১ শতাংশ। এবার সেটা আরও চার শতাংশ কমল। অর্থাৎ দু'বছরে উচ্চমাধ্যমিকে পাশের হার ১৫ শতাংশ কমেছে।
ত্রিপুরার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে হবে কীভাবে?
১) উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার জন্য tbresults.tripura.gov.in-তে যেতে হবে পরীক্ষার্থীদের।
২) হোমপেজের একেবারে উপরের দিকেই ‘Higher Secondary Examination Result 2024 Higher Secondary (+2 Stage) Examination Result 2024 (Announced on May 24, 2024 at 12:00 Hrs)’ আছে। পাশে ‘Click Here for Result’ রয়েছে। সেখানে ক্লিক করতে হবে পরীক্ষার্থীদের।
৩) নয়া পেজ খুলে যাবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা।