TCS Ends Work From Home: বর্তমানে, টিসিএস-এর প্রায় ২০-২৫ শতাংশ কর্মী অফিসে গিয়ে কাজ করছেন। TCS-এর CEO এবং MD রাজেশ গোপিনাথনের ব্যাখ্যা মতোই ধীরে ধীরে কর্মীদের অফিসে ফেরানো হচ্ছে।
1/5বাড়ি থেকে কাজ বন্ধ। অফিসে ফিরতে হবে সব টিমকে। কর্মীদের ফুল-টাইম অফিসে আসতে বলল টাটা কনসালটেন্সি সার্ভিসেস। দেশের অন্যতম বড় আইটি সংস্থা TCS। ছবি : রয়টার্স (PTI Photo/Shashank Parade)
2/5মহামারী শুরুর সময় থেকে কর্মীদের ফুলটাইম বাড়ি থেকে কাজের সুবিধা দিয়েছিল TCS। ফাইল ছবি- টুইটার (PTI Photo/Shashank Parade)
3/5ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাত্কারে টিসিএস জানিয়েছে, গত কয়েক মাস ধরেই কর্মীদের অফিসে ফেরার অনুরোধ করা হচ্ছে। ফাইল ছবি- টুইটার (PTI Photo/Shashank Parade)
4/5টিসিএস সূত্রে খবর, বর্তমানে তাদের ৯৫ শতাংশেরও বেশি কর্মী আংশিকভাবে টিকাপ্রাপ্ত। অন্যদিকে ৭০ শতাংশেরও বেশি সম্পূর্ণ টিকাপ্রাপ্ত। ফাইল ছবি: পিটিআই (PTI Photo/Shashank Parade)
5/5বর্তমানে, টিসিএস-এর প্রায় ২০-২৫ শতাংশ কর্মী অফিসে গিয়ে কাজ করছেন। TCS-এর CEO এবং MD রাজেশ গোপিনাথনের ব্যাখ্যা মতোই ধীরে ধীরে কর্মীদের অফিসে ফেরানো হচ্ছে। ছবি- মিন্ট (PTI Photo/Shashank Parade)