গত অর্থবর্ষের প্রথমার্ধে অনেক বেশি নিয়োগ করেছিল টিসিএস। সেই সময়ে ৪৩ হাজার ফ্রেশারকে চাকরি দিয়েছিল সংস্থা। গোটা অর্থবর্ষে নিয়োগের সংখ্যা ছিল ১ লক্ষেরও বেশি।
2/5জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে প্রায় ২০ হাজার ফ্রেশার নিয়োগ করেছে আইটি জায়ান্ট টিসিএস। ছবি : রয়টার্স (Reuters)
3/5তবে গত অর্থবর্ষের প্রথমার্ধে অনেক বেশি নিয়োগ করেছিল টিসিএস। সেই সময়ে ৪৩ হাজার ফ্রেশারকে চাকরি দিয়েছিল সংস্থা। গোটা অর্থবর্ষে নিয়োগের সংখ্যা ছিল ১ লক্ষেরও বেশি। ছবি : রয়টার্স (Reuters)
4/5FY22-এর শেষে যদিও নয়া অর্থবর্ষের জন্য ৪০,০০০ নিয়োগের লক্ষ্যমাত্রা স্থির করেছিল সংস্থা। ফলে সেই হিসাবে নিয়োগ অনেক দ্রুতই এগোচ্ছে বলা যেতে পারে। ফাইল ছবি : মিন্ট (Reuters)
5/5বর্তমানে টিসিএস-এর মোট কর্মীদের সংখ্যা ৬,১৬,১৭১। সোমবার ২০২২ সালের সেপ্টেম্বর ত্রৈমাসিকের মোট নিট মুনাফা ১০,৪৩১ কোটি টাকা বলে ঘোষণা করেছে টিসিএস। গত বছরের তুলনায় যা প্রায় ৮.৩ শতাংশ বেশি। আইটি সংস্থার মোট একত্রিত আয় ১৮ শতাংশ বেড়ে ৫৫,৩০৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। ফাইল ছবি: পিটিআই (Reuters)