পশ্চিমবঙ্গের ১৯টি স্কুলে শিক্ষক ও সহকারী পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে DAV Institutions। আবেদন করা যাবে যে কোনও জেলা থেকে। DAV Public/Model স্কুলে নিয়োগ করা হবে।
এই পদের জন্য পুরুষ ও মহিলা - উভয়েই আবেদন করতে পারবেন। অনলাইনে নেওয়া হবে আবেদন।
কী কী পদে নিয়োগ করা হবে?
PGT, TGT এবং PRT-তে নিয়োগ করা হবে। এর পাশাপাশি অশিক্ষক পদেও নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
PRT : ৫০ শতাংশ নম্বর-সহ গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। সঙ্গে বিএড।
PGT এবং TGT : ৫০ শতাংশ নম্বর নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি.এড পাশ হতে হবে।
নন-টিচিং স্টাফ : LDC, UDC, অ্যাসিস্ট্যান্ট, ফ্রন্ট অফিস অ্যাসিসটেন্ট/রিসেপশনিস্ট, নেটওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, নার্স, ল্যাব অ্যাসিস্ট্যান্ট (ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলোজি, কম্পিউটার সাইন্স), লাইব্রেরি অ্যাসিসটেন্ট, কম্পিউটার অপারেটর, জুনিয়র ইঞ্জিনিয়র (সিভিল) পদে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে। সেই সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সের ঊর্ধ্বসীমা
৩১.১২.২০২১ তারিখের হিসেবে ৩৫ বছরের মধ্যে বয়স হলে তবেই আবেদন করা যাবে।
নিয়োগের পদ্ধতি
শিক্ষক, নন-টিচিং স্টাফ বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
ইন্টারভিউ-এর স্থান
DAV Public School, Haldia, PO: Haldia Township, Dist. Purba Medinipur (WB)
PIN– 721607।
DAV Model School, J.M. Sengupta Road, Durgapur (WB) PIN: 713205 এই ঠিকানায়।
আবেদনের পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট : http://davwbzone.org/
আবেদন শুরু ও শেষ
৩ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।