একাধিক শিক্ষক ও অশিক্ষক কর্মীর বিজ্ঞপ্তি প্রকাশ করল বাঁকুড়ার রামকৃষ্ণ মিশন জয়রামবাটি স্কুল (ইংরাজি মাধ্যম) বোর্ড। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ জানুয়ারি, ২০২১। আবেদন করতে হবে অফলাইনে।
যে যে বিষয়ের শিক্ষক নেওয়া হবে সেগুলি হল- গণিত, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, কম্পিউটার, মিউজিক, ফাইন আর্টস, খেলা। পাশাপাশি ইলেকট্রিক্যাল/ইলেকট্নিক্স কর্মী নেওয়া হবে।
যোগ্যতা:
প্রতিটি বিষয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে ৬০% নম্বর নিয়ে স্নাতকোত্তর পাশ হতে হবে।
কম্পিউটার শিক্ষক: BCA, MCA, কম্পিউটার সায়েন্স এ BSC বা কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে।
খেলা ও শরীর শিক্ষার শিক্ষক: যে কোনও যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও খেলা/ ব্যায়াম/ P.T এবং ড্রিল বা B.Ped ডিগ্রি থাকতে হবে।
সঙ্গীত শিক্ষক: হিন্দুস্তানি মিউজিক, রবীন্দ্র সংগীতে দক্ষতা থাকা আবশ্যক।
ফাইন আর্টস শিক্ষক: স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে ফাইন আর্টসে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে।
ইলেকট্রিক্যাল/ইলেকট্নিক্স: স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা।
আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আবেদন পত্রের প্রিন্ট আউট নিতে হবে। আবেদনপত্র পূরণ করে ত স্কুলের অফিসে বেলা ১১ টা থেকে বিকেল ৩ টের মধ্যে জমা দিতে হবে।
ঠিকানা :
রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ । পোস্ট - জয়রাম বাটি, থানা - কতুলপুর, মহকুমা - বিষ্ণুপুর, বাঁকুড়া - ৭২২১৬১।