মাইক্রোসফটের মতো বড় সংস্থায় বিপুল বেতন।কিন্তু দিন... more
মাইক্রোসফটের মতো বড় সংস্থায় বিপুল বেতন।কিন্তু দিন শেষে সেটিও বেসরকারি। দীর্ঘকাল ধরে চাকরি করার পরেও তা অনিশ্চিত। তারই প্রমাণ মিলল আরও একবার। মাইক্রোসফটে প্রায় ২১ বছর ধরে কাজ করার পর হঠাত্ বরখাস্ত হলেন এক প্রযুক্তিবিদ। চলতি অর্থবর্ষে প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে সংস্থা।
1/5লকডাউনের সময়ে একটি 'চুটকি' বাজারে খুব চলছিল। 'ব্যবসা হলে তরকারি, আর চাকরি হলে সরকারি'। মাইক্রোসফটের মতো বড় সংস্থায় বিপুল বেতন। সুযোগ-সুবিধাও অনেক। কিন্তু দিন শেষে সেটিও বেসরকারি। দীর্ঘকাল ধরে চাকরি করার পরেও তা অনিশ্চিত। তারই প্রমাণ মিলল আরও একবার। মাইক্রোসফটে প্রায় ২১ বছর ধরে কাজ করার পর হঠাত্ বরখাস্ত হলেন এক প্রযুক্তিবিদ। ফাইল ছবি: লিঙ্কডইন (LinkedIn)
2/5 চলতি অর্থবর্ষে প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে সংস্থা। আর তার মধ্যে এক হতভাগ্য হিসাবে ছিল তাঁর নামও। প্রশান্ত কামানি নামের ওই ব্যক্তি মাইক্রোসফটে প্রিন্সিপাল সফওয়্যার ডেভলপমেন্ট ম্যানেজারের পদে কাজ করতেন। তিনি তাঁর এই অভিজ্ঞতা লিঙ্কডইন-এ শেয়ার করেছেন। ফাইল ছবি: এএফপি (LinkedIn)
3/5তিনি জানিয়েছেন, কলেজ পাশের পর এটিই তাঁর প্রথম চাকরি ছিল। তার উপর শুরুতেই বিদেশে। এরপর একাধিক পদে দীর্ঘ ২১ বছর ধরে একই সংস্থায় কাজ করেছেন। ধীরে ধীরে পদোন্নতি হয়েছে। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে তিনি শিখেছেনও প্রচুর। এমনটাই লিখেছেন তিনি। ফাইল ছবি: রয়টার্স (LinkedIn)
4/5মাইক্রোসফটে কাজের সময়টিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই নিয়েছেন তিনি। সেখানকার সহকর্মীদের প্রশংসা করেছেন। সংস্থায় কাজের রীতি, ভাল ও খারাপ সময়ে সবাই একসঙ্গে কাজ করা, সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কের স্মৃতিচারণ করেছেন তিনি। ফাইল ছবি: রয়টার্স (LinkedIn)
5/5নিজের পরিবারের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। এরপর কিছুটা দার্শনিক ভঙ্গিতে জীবন, অনিশ্চয়তা, বেদনা এবং অনন্ত পরিশ্রমের কথা তুলে ধরেছেন। সবশেষে সফটওয়্যার ম্যানেজমেন্টের কোনও পদে নিয়োগের খবর থাকলে তা তাঁকে জানানোর জন্য অনুরোধ করেছেন প্রশান্ত। প্রশান্ত কামানির লিঙ্কডইন প্রোফাইল অনুযামূলতয়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন চাকরি করতেন তিনি। ফাইল ছবি: রয়টার্স (LinkedIn)