বাংলা নিউজ > কর্মখালি > দিল্লি পুলিশের এসআই-সিএপিএফ পরীক্ষা : সম্ভাব্য শূন্যপদের তালিকা প্রকাশ
দিল্লি পুলিশে সাব-ইন্সপেক্টর ও সিএপিএফ পরীক্ষার সম্ভাব্য শূন্যপদ সংখ্যা ঘোষণা করল স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। ১১ থেকে ১৩ ডিসেম্বর হবে পরীক্ষা।
কমিশনের ঘোষণা অনুযায়ী, মোট শূন্যপদ সংখ্যা ২,৭৪৫। একনজরে দেখে নেওয়া যাক শূন্যপদের তালিকা -
দিল্লি পুলিশে সাব-ইন্সপেক্টর (পুরুষ) : ১৩২
দিল্লি পুলিশে সাব-ইন্সপেক্টর (মহিলা) : ৭৯
সিএপিএফে সাব-ইন্সপেক্টর : ২,৫৩৪
পরীক্ষার ধরন :
পেপার-১, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (পিএসটি)/ ফিজিক্যাল এনডুওরেন্স টেস্ট (পিইটি), ও ডিটেলড মেডিক্যাল এগজামিনেশন হবে।
জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং : ৫০/৫০
জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেস : ৫০/৫০
কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড : ৫০/৫০
ইংলিশ কম্প্রিহেনশন : ৫০/৫০৪