বাংলা নিউজ > কর্মখালি > Scolarship for women: বাংলার পড়শি রাজ্যে মহিলারা ইঞ্জিনিয়ারিং পড়লেই পাবেন মোটা টাকার স্কলারশিপ

Scolarship for women: বাংলার পড়শি রাজ্যে মহিলারা ইঞ্জিনিয়ারিং পড়লেই পাবেন মোটা টাকার স্কলারশিপ

কারিগরি শিক্ষাক্ষেত্রে ছাত্রীদের উৎসাহ বাড়াতে স্কলারশিপ চালু ঝাড়খণ্ডে, ইঞ্জিনিয়ারিং কোর্সে মিলবে ৩০ হাজার টাকা (প্রতীকী ছবি)

মন্ত্রী পরিষদের সচিব বন্দনা দাদেল বলেছেন, রাজ্যের প্রযুক্তিগত শিক্ষাতে ছাত্রীদের উৎসাহিত করার জন্য বৃত্তি প্রকল্পটি চালু করা হয়েছিল। প্রসঙ্গত ঝাড়খণ্ড রাজ্যের প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানগুলিতে ছেলে এবং মেয়েদের অনুপাত ৬ঃ১।

ঝাড়খণ্ড মন্ত্রিসভা কারিগরি শিক্ষার জন্য ছাত্রীদের বৃত্তি দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। ‘মানকি মুন্ডা’ স্কলারশিপ স্কিমের অধীনে একজন ছাত্রী ডিপ্লোমা কোর্স করার জন্য বার্ষিক ১৫ হাজার টাকা বৃত্তি পাবে। অন্যদিকে, ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য বার্ষিক ৩০ হাজার টাকা স্কলারশিপ দেওয়া হবে ছাত্রীদের। মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী পরিষদের সচিব বন্দনা দাদেল বলেছেন, রাজ্যের প্রযুক্তিগত শিক্ষাতে ছাত্রীদের উৎসাহিত করার জন্য বৃত্তি প্রকল্পটি চালু করা হয়েছিল। প্রসঙ্গত ঝাড়খণ্ড রাজ্যের প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানগুলিতে ছেলে এবং মেয়েদের অনুপাত ৬ঃ১। এ কারণেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্যের পক্ষ থেকে।

‘প্রথম বছরে ডিপ্লোমা কোর্স করা প্রায় ৩ হাজার জন ছাত্রী এই প্রকল্প থেকে উপকৃত হবে। একইভাবে, ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বছরের জন্য ১২০০ জন শিক্ষার্থী সুবিধা পাবে বলে জানিয়েছেন বন্দনা দাদেল। তিনি আরও বলেন,পরবর্তী অ্যাকাডেমিক সেশনে সুবিধা পেতে, শিক্ষার্থীকে কোনও ব্যাক পেপার ছাড়াই মোট ৫০ শতাংশ নম্বর নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

চম্পাই সোরেন সরকার ঝাড়খণ্ডের কৃষকদের সুদ-মুক্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদি কৃষকরা নির্ধারিত সময়ের মধ্যে ঋণ ফেরত দেয়, তবে এই পরিষেবা পাবেন তারা। বর্তমানে, দেশে কৃষকদের ঋণের জন্য ৭ শতাংশ হারে সুদ দিতে হয়। সম্প্রতি ঝাড়খণ্ড সরকার সুদের সহায়তা বাড়িয়ে ৪ শতাংশ হারে সুদ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ঝাড়খণ্ডে কৃষকরা সুদমুক্ত ঋণ পাবেন, কারণ এই ৪ শতাংশ কেন্দ্র ও রাজ্য সরকার মিলেই ভর্তুকি দেয়। রাজ্যের কৃষি সচিব আবুবকর সিদ্দিক পিটিআইকে বলেছেন এই বিষয়গুলি বিস্তারিত ভাবে জানিয়েছেন৷

রাঁচি স্মার্ট সিটিতে ১১ জন ক্যাবিনেট মন্ত্রীদের জন্য নির্মিত বাড়ির জন্য ১১৪ কোটি টাকার সংশোধিত পরিমাণের অনুমোদন সহ মন্ত্রিসভা দ্বারা ২৫টি এজেন্ডা পাশ হয়েছিল। এর আগে, প্রকল্পের জন্য প্রশাসনিক অনুমোদন ছি ৭০ কোটি টাকা। রাজ্যের ৫৯৩টি এসসি, এসটি এবং ওবিসি হোস্টেল পরিচালনার জন্য বেসরকারি সংস্থাগুলিকে (এনজিও) নিয়োগের প্রস্তাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।

এনজিওগুলিকে হোস্টেলের জন্য বাবুর্চি, নাইট গার্ড এবং গ্রন্থাগারিকের ব্যবস্থা করতে হবে বলে জানানো হয়েছে ঝাড়খণ্ড মন্ত্রিসভার পক্ষ থেকে। প্রসঙ্গত, জেএমএম প্রধান দুর্নীতির মামলায় জেলে যাওয়ার পরে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব নিয়েছেন চম্পাই সোরেন। এখনও রাজনৈতিক ভাবে অস্থির রাজ্য, নানান প্রশ্ন করছে শরিক কংগ্রেসও। তবে তার মধ্যেই মহিলাদের কারিগরি শিক্ষায় উৎসাহিত করার এই পদক্ষেপ বিশেষ প্রশংসাসূচক।

Haryana and JNK Election Haryana and JNK Election
কর্মখালি খবর

Latest News

তৃণমূল বিধায়কের গাড়ির বনেটে উঠে পড়লেন বিজেপি কাউন্সিলরের কন্যা, শোরগোল টাকিতে লাগাতার সমালোচনার জের? মমতার কার্নিভালে থাকছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়, ছাড়লেন শহর IND vs NZ: শুরুতেই কিউয়ি শিবিরে ধাক্কা! চোটের কারণে ছিটকে গেলেন দলের তারকা পেসার ভাসানে সাম্প্রদায়িক সংঘাতে খুন যুবকের দেহে ৩০টি ছররা গুলির আঘাত,শেষকৃত্বেও হিংসা সম্পর্কে থাকতেও তৃতীয় ব্যক্তি ‘ফ্লার্ট’ করছে অহরহ? কী হতে পারে এতে IPL- RCBতে একসঙ্গে রোহিত-বিরাট? অশ্বিন বললেন,২০ কোটি টাকা লাগবে হিটম্যানকে পেতে… পাকিস্তানে পা রেখেই শেহবাজের নিমন্ত্রণে নৈশভোজে যেতে পারেন জয়শংকর: রিপোর্ট 'CC1'-কে গ্রেফতার করেছে দিল্লি, পান্নুন হত্যা ছকে ভারতের তদন্তে সন্তুষ্ট আমেরিকা আসছে শারদ পূর্ণিমার শুভ সংযোগ, জেনে নিন এইদিন কী করবেন আর কীসে থাকবেন সতর্ক ‘হিন্দুত্ব পপ বন্ধ কর’, মুম্বই মেট্রোতে রামনাম ভক্তদের, দেখেই ক্ষুব্ধ পূজা ভাট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.