বাংলা নিউজ > কর্মখালি > TJEE 2020: প্রকাশিত ত্রিপুরা জয়েন্টের অ্যাডমিট কার্ড, রইল ডাউনলোড ডিরেক্ট লিঙ্ক

TJEE 2020: প্রকাশিত ত্রিপুরা জয়েন্টের অ্যাডমিট কার্ড, রইল ডাউনলোড ডিরেক্ট লিঙ্ক

প্রকাশিত ত্রিপুরা জয়েন্টের অ্যাডমিট কার্ড (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

আগামী শনিবার (২৬ সেপ্টেম্বর) ত্রিপুরার জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হবে।

প্রকাশিত হল ত্রিপুরার জয়েন্ট এন্ট্রান্সের (TJEE) অ্যাডমিট কার্ড। ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এগজামিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (TJEE) গিয়ে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

আগামী শনিবার (২৬ সেপ্টেম্বর) ত্রিপুরার জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড, বৈধ ফটো আইডি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হবে।

ত্রিপুরার জয়েন্ট এন্ট্রান্সের (TJEE ২০২০) অ্যাডমিট কার্ড ডাউনলোডের পদক্ষেপ :

১) ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এগজামিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (TJEE) যান।

২) হোমপেজে 'To download the admit card please login now'-এ ক্লিক করুন।

৩) নয়া একটি পেজ খুলে যাবে। তাতে প্রয়োজনীয় নথি দিন।

৪) অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন এবং ভবিষ্যতের জন্য প্রিন্ট-আউট করে রেখে দিন।

ত্রিপুরার জয়েন্ট এন্ট্রান্সের (TJEE ২০২০) অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডিরেক্ট লিঙ্ক

বন্ধ করুন