Tripura 10th and 12th Results 2023: ত্রিপুরায় উচ্চমাধ্যমিকে পাশের হার কমল ১১%, মাধ্যমিকে বাড়ল সামান্য, কবে মার্কশিট
প্রকাশিত ত্রিপুরার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রেজাল্ট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
প্রকাশিত ত্রিপুরার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রেজাল্ট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
প্রকাশিত হল ত্রিপুরার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার মাধ্যমিকে সামান্য বাড়লেও উচ্চমাধ্যমিকে পাশের হার গোঁত্তা খেয়ে পেড়েছে। ২০২৩ সালে মাধ্যমিকে ৮৬.০২ শতাংশ পড়ুয়া পাশ করেছে। সেখানে গতবার পাশের হার ছিল ৮৬ শতাংশ। অন্যদিকে, এবার সেখানে উচ্চমাধ্যমিকে পাশের হার ৮৩.২৪ শতাংশে ঠেকেছে। যা গতবার ছিল ৯৪.৪৬ শতাংশ। অর্থাৎ এবার উচ্চমাধ্যমিকে পাশের ১১ শতাংশেরও বেশি কমেছে। তারইমধ্যে সোমবার ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে পরীক্ষার্থীরা যাতে স্কুল থেকে নিজেদের মার্কশিট সংগ্রহ করতে পারেন, সেই চেষ্টা করা হচ্ছে।
১) tbresults.tripura.gov.in-তে যান।
২) হোমপেজে 'Madhyamik Examination Result 2023' আছে। তার নীচেই আছে 'Madhyamik (10th Standard) Examination Result 2023 (Announced on June 05, 2023, 2023 at 12:00Hrs)'। পাশে আছে 'Click Here for Result'।
৩) নয়া একটি পেজ খুলে যাবে। 'Roll No' এবং 'Registration No' দিতে হবে। তারপর 'Show Result'-এ ক্লিক করতে হবে পরীক্ষার্থীদের। স্ক্রিনে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর দেখাবে। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিতে পারে পরীক্ষার্থীরা।
ত্রিপুরার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে
১) tbresults.tripura.gov.in-তে যেতে হবে পরীক্ষার্থীদেপর।
২) হোমপেজের উপরেই 'Higher Secondary Examination Result 2023' দেখা যাবে। সেটার ঠিক নীচেই আছে 'Higher Secondary (H.S. +2 Stage) Examination Result 2023 (Announced on June 05, 2023 at 12:00Hrs)'। সেটার ঠিক পাশেই ‘Click Here for Result’ আছে। তাতে ক্লিক করতে হবে।
৩) নতুন একটি পেজ খুলে যাবে।
৪) 'Roll No' এবং 'Enrolment No' দিতে হবে পড়ুয়াদের। তারপর 'Show Result'-এ ক্লিক করতে হবে। তাহলেই স্ক্রিনে রেজাল্ট দেখা যাবে।
ত্রিপুরার উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে
— ত্রিপুরার উচ্চমাধ্যমিকের ফলাফল: জেলাভিত্তিক নিরিখে শীর্ষে আছে সিপাহিজলা জেলা। সার্বিকভাবে পাশের হার ৮৮.৬ শতাংশ। একেবারে শেষে আছে ধলাই জেলা। পাশের হার ৬৯.৯৬ শতাংশ।
— ত্রিপুরার মাধ্যমিকের ফলাফল: জেলাভিত্তিক ফলাফলের নিরিখে সবথেকে খারাপ অবস্থা উত্তর ত্রিপুরা। সেখানে পাশের হার মাত্র ৭৭.৮ শতাংশ।
— মাধ্যমিকের ফলাফল: জেলাভিত্তিক ফলাফলের নিরিখে শীর্ষে আছে গোমতি। সেখানে পাশের হার ৯২.৩ শতাংশ।
— এবার মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.০২ শতাংশ। সেখানে উচ্চমাধ্যমিকে পাশের হার ৮৩.২৪ শতাংশে ঠেকেছে। ২০২২ সালে ত্রিপুরার মাধ্যমিকে পাশের হার ছিল ৮৬ শতাংশ। উচ্চমাধ্যমিকে ৯৪.৪৬ শতাংশ পড়ুয়া পাশ করেছিল।
— শুরু হল সাংবাদিক বৈঠক। আনুষ্ঠানিকভাবে ত্রিপুরার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হচ্ছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)