প্রিয়াঙ্কা দেববর্মণ
এবার প্রকাশিত হতে চলেছে ত্রিপুরার দ্বাদশ ও দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে এই ফলাফল ৫ জুন প্রকাশ করা হবে হবে বলে জানা গিয়েছে। ৫ জুন দুপুর ১২ টায় এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে বলে খবর। যে পড়ুয়ারা দশম ও দ্বাদশের পরীক্ষা দিয়েছেন,তাঁরা ওয়েবসাইটে এর ফলাফল জানতে পারবেন।
যে সমস্ত ওয়েবসাইটে ত্রিপুরার বোর্ড পরীক্ষার ফলাফল জানতে পারা যাবে, সেই ওয়েবসাইটগুলি হল- tbse.tripura.gov.in, tbresults.tripura.gov.in। চলতি বছরে দশম শ্রেণির পরীক্ষায় বসেছেন ৩৮, ১১৬ জন পড়ুয়া। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছেন ৩৩,৪৩৫ জন। গত বছর দশম শ্রেণির পরীক্ষা ত্রিপুরা বোর্ডে পাশের হার ছিল ৮৬ শতাংশ। আর দ্বাদশের পরীক্ষায় পাশের হার ছিল ৯৪.৪৬ শতাংশ। তবে সেবার বোর্ডের তরফে শীর্ষস্থানীয়ের নাম ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, বোর্ডের টার্ম ওয়ান ও টার্ম টুয়েরর সন্নিহিত ফলাফলে মোট নম্বর ধার্য হয়।
কীভাবে দেখবেন ফলাফল:-
১) প্রথমে ত্রিপুরা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট tbse.tripura.gov.in তে যেতে হবে।
২) এরপর ওয়েবসাইটে ঢুকে যে হাইলাইটেড লিঙ্ক রয়েছে, তাতে ক্লিক করতে হবে।
৩) নিজের লগ ইন তথ্য সবিস্তারে পেশ করে দিন সেখানে।
৪) আপনার ফলাফল সেখানে ফুটে উঠবে।
৫) এরপর ফলাফল ডাউনলোড করুন ও স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।
ত্রিপুরা বোর্ডের দশম ও দ্বাদশের ফলাফল ছাড়াও মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা আলিমের ফলাফলও ৫ জুন প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, সদ্য আইসিএসই, আইএসসি এবং সিবিএসইর ফলাফল প্রকাশিত হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়েছে। শুরু হয়ে গিয়েছে বাংলার বহু কলেজে ভর্তির প্রক্রিয়া। সেই জায়গা থেকে বাংলাভাষী ত্রিপুরার দ্বাদশের ও দশমের বোর্ডের পরীক্ষার ফলাফল বেশ গুরুত্বপূর্ণ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup