আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। তারপরই প্রকাশিত হবে ত্রিপুরার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। সেইসঙ্গে ত্রিপুরার মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা আলিমের ফলাফলও প্রকাশিত হবে। ‘হিন্দুস্তান টাইমস'-কে ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদের সচিব দুলাল দে জানিয়েছেন, বেলা ১২ টায় পর্ষদের অফিসে সাংবাদিক বৈঠক করে দশম শ্রেণি (মাধ্যমিক), দ্বাদশ শ্রেণি (উচ্চমাধ্যমিক), মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিমের ফলাফল প্রকাশ করা হবে। www.tbse.tripura.gov.in, www.tripuraresults.nic.in এবং www.tbresults.tripura.gov.in থেকে পরীক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবেন। সেইসঙ্গে ত্রিপুরার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সংক্রান্ত যাবতীয় টাটকা আপডেট 'হিন্দুস্তান টাইমস বাংলা'-য় দেখতে পারবেন পড়ুয়ারা।
কীভাবে ত্রিপুরার দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল দেখতে পারবেন?
১) মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে www.tbresults.tripura.gov.in-তে যেতে হবে পরীক্ষার্থীদের।
২) হোমপেজের উপরের ডানদিকে 'TBSE Final Result- 2023'
'TBSE Class 10th Exam Results 2023' এবং 'TBSE Class 12th Exam Results 2023'-র লিঙ্ক থাকবে।
৩) মাধ্যমিকের রেজাল্ট দেখতে হলে 'TBSE Class 10th Exam Results 2023'-তে ক্লিক করতে হবে এবং উচ্চমাধ্যমিকের ফলাফলের জন্য 'TBSE Class 10th Exam Results 2023'-তে ক্লিক করতে হবে পড়ুয়াদের।
৪) রোল নম্বর ও অন্যান্য তথ্য দিয়ে ‘Submit’ করতে হবে। তাহলেই স্ক্রিনে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে।
ত্রিপুরার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক (Tripura Madhyamik and HS Results 2023 Direct Link) - ক্লিক করুন এখানে
উল্লেখ্য, চলতি বছর গত ১৬ মার্চ থেকে ত্রিপুরার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। ৩৮,১১৬ জন পরীক্ষা দিয়েছিল। আবার গত ১৫ মার্চ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। সেই পরীক্ষা দিয়েছিলেন ৩৩,৪৩৫ জন। আর গত বছর ত্রিপুরার মাধ্যমিকে পাশের হার ছিল ৮৬ শতাংশ। যা উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ৯৪.৪৬ শতাংশ ছিল। গতবার অবশ্য কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)