বাংলা নিউজ > কর্মখালি > Tripura Uccha Madhyamik 2023 Topper: ছিল সংস্কৃত, ত্রিপুরার উচ্চমাধ্যমিকে প্রথম কৃষকের ছেলে, পড়তে চান সাইকোলজি নিয়ে

Tripura Uccha Madhyamik 2023 Topper: ছিল সংস্কৃত, ত্রিপুরার উচ্চমাধ্যমিকে প্রথম কৃষকের ছেলে, পড়তে চান সাইকোলজি নিয়ে

ত্রিপুরার উচ্চমাধ্যমিকে প্রথম হলেন অরিন্দম মাল্লা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

কলা বিভাগ থেকে ৫০০-র ৪৯৩ নম্বর পেয়ে ত্রিপুরার উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন অরিন্দম মাল্লা। আর সেই সাফল্যের পর দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়ার ঋষ্যমুখ উচ্চমাধ্যমিক স্কুলের পড়ুয়া জানান, আগামিদিনে মনোবিজ্ঞান (সাইকোলজি) নিয়ে পড়তে চান।

প্রিয়াঙ্কা দেববর্মণ

কৃষকের ছেলে। ছোটবেলায় থেকেই লড়াই করে বড় হয়েছেন। সেই ছেলে ত্রিপুরার উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলেন। কলা বিভাগ থেকে ৫০০-র ৪৯৩ নম্বর পেয়েছেন অরিন্দম মাল্লা। আর সেই সাফল্যের পর দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়ার ঋষ্যমুখ উচ্চমাধ্যমিক স্কুলের পড়ুয়া জানান, আগামিদিনে মনোবিজ্ঞান (সাইকোলজি) নিয়ে পড়তে চান। ‘কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট’ (CUET) দিয়ে ত্রিপুরার বাইরে কোনও ভালো কলেজে ভরতি চান। নাহলে গোমতি জেলার উদয়পুর বা আগরতলার জেলার কোনও কলেজে মনোবিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা আছে।

সোমবার ত্রিপুরার উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। শীর্ষস্থান অধিকার করেছেন অরিন্দম। আর পাঁচজনের মতো সব বিষয়ের গৃহশিক্ষক ছিল না। সেই সুযোগও ছিল না। কারণ কোনওক্রমে কষ্টের সংসার চলে। দ্বাদশ শ্রেণিতে শুধুমাত্র ইংরেজির গৃহশিক্ষক ছিলেন। আর একেবারে শেষলগ্নে এডুকেশনের জন্য গৃহশিক্ষকের সাহায্য পেয়েছিলেন অরিন্দম। বাকি রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান এবং সংস্কৃত নিজেই পড়তেন। সাহায্য করতেন মা শিপ্রা দত্ত এবং দিদি সন্দীপা। যে দিদি ২০২০ সালে উচ্চমাধ্যমিকে পঞ্চম হয়েছিলেন। আপাতত বেলোনিয়ার কলেজে ইংরেজি নিয়ে পড়ছেন।

তাতেই মিলেছে সাফল্য। তবে সেজন্য যে সারাক্ষণ চোখ-মুখ গুঁজে পড়াশোনা করতেন অরিন্দম, সেটা মোটেও নয়। বরং তিনি জানান, সারাদিনে মেরেকেটে তিন থেকে চার ঘণ্টা পড়তেন। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, দাবার মতো বিভিন্ন খেলা চুটিয়ে খেলতেন। সেইসঙ্গে নিয়মিত সংবাদপত্রও পড়েন। দেশে-বিদেশের বিভিন্ন খবরের পাশাপাশি রাজনীতির প্রতি আগ্রহও আছে। 

আরও পড়ুন: Tripura 10th and 12th Results 2023: ত্রিপুরায় উচ্চমাধ্যমিকে পাশের হার কমল ১১%, মাধ্যমিকে বাড়ল সামান্য, কবে মার্কশিট?

তবে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা নেই অরিন্দমের। বরং মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চান। অরিন্দম বলেন, ‘আমি মনোবিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা চালিয়ে যেতে চাই। আমি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টে বসতে চাই। আমি যদি ভালো নম্বর পাই এবং ত্রিপুরার বাইরে কোনও ভালো কলেজে সুযোগ পাই, তাহলে আমি সেখানে চলে যাব। অথবা (গোমতি জেলার) উদয়পুর বা আগরতলার কলেজে মনোবিজ্ঞান নিয়ে পড়ার জন্য আবেদন করব।’

আরও পড়ুন: ISC 2023 Topper Manya Gupta: ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং নয়, মনোবিজ্ঞান নিয়ে পড়তে চান ISC টপার তথা কলকাতার মেয়ে

সেইসঙ্গে নিজের একটা প্রত্যাশার কথাও জানান অরিন্দম। তিনি জানান, আগামিদিনে রাজ্যের বিভিন্ন স্কুলে এডুকেশন, স্বাস্থ্য, প্রযুক্তি এবং খেলাধুলো নিয়ে পড়াশোনার সুযোগ আরও বাড়বে বলে আশা করছেন। অরিন্দমের কথায়, ‘এখনও রাজ্যের অনেক স্কুলে মনোবিজ্ঞান এবং এডুকেশন নেই। আমি আশা করব , যারা সেই বিষয়গুলি নিয়ে পড়তে চায়, তারা শীঘ্রই সেই বিষয়গুলি পেয়ে যাবে।’ সেইসঙ্গে রাজ্য সরকারের তাঁর আর্জি, বিদ্যাজ্যোতি স্কুলের যে পড়ুয়ারা গরিব, তাঁদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ করে দেওয়া হোক।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

কর্মখালি খবর

Latest News

মাকে ছাড়া ১৩ বছর! আবেগঘন অংশুলা ও অর্জুন কাপুর কোহলিকে না বলেকয়ে ব্যাগ খুলে পারফিউম নিয়ে গোটা গায়ে মাখলেন RCB-র তরুণ- ভিডিয়ো এবার উলুবেড়িয়া এলাকায় পাইপলাইনে ফাটল, ৭টি ওয়ার্ড নির্জলা হওয়ায় বিপাকে মানুষজন প্রেমের সেকাল-একাল!প্রেমিক যখন স্বামী, আগে কেমন দেখতে ছিলেন রুদ্র ও নন্দিনী দিদি গাড়ির শব্দে মানুষের মতো অস্বস্তি বোধ করে পাখিরাও, গবেষণায় উঠে এল করুণ তথ্য শতরান নয়, দলের জয়ই আসল! শ্রেয়সের আত্মত্যাগে মুগ্ধ শাস্ত্রী, খোঁচা দিলেন কোহলিকে? অলসদের জন্য সেরা চাকরি, লক্ষ লক্ষ টাকা বেতন নিশ্চিত? দেব-জিৎ নন, এই বাঙালি অভিনেতাই নাকি ছবি পিছু নেন ১ কোটি পারিশ্রমিক! কে তিনি? ‘একটা শব্দও বলতে দিচ্ছে না,’ লোকসভার স্পিকারের বিরুদ্ধে বড় অভিযোগ রাহুলের প্রধানের পদে থেকেই নাইট গার্ড হিসেবে বেতন তোলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

IPL 2025 News in Bangla

কোহলিকে না বলেকয়ে ব্যাগ খুলে পারফিউম নিয়ে গোটা গায়ে মাখলেন RCB-র তরুণ- ভিডিয়ো শতরান নয়, দলের জয়ই আসল! শ্রেয়সের আত্মত্যাগে মুগ্ধ শাস্ত্রী, খোঁচা দিলেন কোহলিকে? IPLর প্রথম ম্যাচে হারতেই মা কামাখ্যার শরণাপন্ন KKR! পুজো দিলেন রাহানে, বরুণরা MIতে খেললে বিমানবন্দরে লাগে না চেকিং! ১০ কোটির অফারে ‘না’? রহস্য ফাঁস KKR তারকার ৫ ম্যাচে তিনবার শূন্য, লজ্জাজনক রেকর্ড বাবর আজমের উত্তরসূরির, একবার আউট ১ রানে IPL: স্টইনিসের ছক্কা গিয়ে পড়ল মহিলা নিরাপত্তারক্ষীর গায়ে,ঘটল বড় বিপদ- ভিডিয়ো ‘মাইলস্টোন কিলিং অ্যাকাডেমিতে স্বাগত’, শশাঙ্ককে কেন হার্দিকের ছাত্র বলা হচ্ছে? ‘আমি থাকতে ইডেনের পিচ বদলাবে না, KKR-এর ঘূর্ণি বাইশগজের 'আর্জি’ খারিজ কিউরেটরের জনসনের বদলে মইন নাকি নরকিয়া? RR-এর বিরুদ্ধে KKR-এর একাদশে শিকে ছিঁড়বে রমনদীপের? ৯৭ রান করা আইয়ারকে ব্যাটিং দেননি কেন? শশাঙ্কের জবাবে শ্রেয়সের উপর শ্রদ্ধা বাড়বে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.