বাংলা নিউজ > কর্মখালি > UGC: ৪৯ টি বিদেশী বিশ্ববিদ্যালয় ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে সংযুক্ত হওয়ায় আগ্রহী, বার্তা ইউজিসির

UGC: ৪৯ টি বিদেশী বিশ্ববিদ্যালয় ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে সংযুক্ত হওয়ায় আগ্রহী, বার্তা ইউজিসির

এম জগদেশ কুমার।

ইউজিসি প্রধান এম জগদেশ কুমার বলছেন, ‘ইউজিসি তৎপর হয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে যোগাযোগ করছে। বহু বিশ্ববিদ্যালয়গুলি মৌ স্বাক্ষরের জন্য তৈরি হয়েছে। এই প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটুটারি সংগঠনের আলোচনা ও অনুমোদনের ওপর গোটা বিষয়টি নির্ভর করে। ফলে আমাদের সময় দেওয়া হোক এই বিষয়গুলি নিয়ে।’

ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে অন্তত ৪৯ টি বিদেশী বিশ্ববিদ্যালয় সংযুক্ত হতে চাইছে। একথা জানিয়েছেন ইউজিসির প্রধান এম জগদেশ কুমার। তিনি বলছেন, বিদেশী একাধিক বিশ্ববিদ্যালয় ভারতীয় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে মৌ স্বাক্ষর করতে আগ্রহী।

ইউজিসি প্রধান এম জগদেশ কুমার বলছেন, ‘ইউজিসি তৎপর হয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে যোগাযোগ করছে। বহু বিশ্ববিদ্যালয়গুলি মৌ স্বাক্ষরের জন্য তৈরি হয়েছে। এই প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটুটারি সংগঠনের আলোচনা ও অনুমোদনের ওপর গোটা বিষয়টি নির্ভর করে। ফলে আমাদের সময় দেওয়া হোক এই বিষয়গুলি নিয়ে।’ উল্লেখ্য, চলতি বছরের মে মাসেই শিক্ষা মন্ত্রকের তরফে বিদেশী বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির ৩ টি ডিগ্রি কোর্সের বিষয়ে সমন্বয় ও সংযোগের ছাড়পত্র দেওয়া হয়। এরফলে দুটি ভিন কলেজ একই বিষয়ে একই ডিগ্রি প্রদান করবে। এই সংযোগ সাধনের জন্য ২৩০ টি ভারতীয় বিশ্ববিদ্যালয় ও ১, ২৫৬ টি বিদেশী বিশ্ববিদ্যালয়ের সংযোগ সাধনের কথা বলা হচ্ছে। 

যে বিদেশী বিশ্ববিদ্যালয়গুলি এই আলোচনার তালিকায় আসছে, তারা হল- মিশিগান স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সিডনি, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, হাইডেলবার্গ ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার নিউক্যাসেল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ বার্মিংহাম, লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি, ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজি অফ শিকাগো, প্যারিস-১ ইউনিভার্সিটি, কাজাখস্তানের কারাগান্ডা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি মালয়। মালয়েশিয়ায়, পোল্যান্ডের লডজ বিশ্ববিদ্যালয় এবং ইসরায়েলের হাইফা বিশ্ববিদ্যালয়। এই তথ্য উঠে এসেছে খোদ ইউজিসির তরফে।  এম জগদেশ কুমার বলছেন, ‘ভারতীয় প্রতিনিধিরা আমাদের সাম্প্রতিক নিয়মগুলি সংশ্লিষ্ট দেশের বিশ্ববিদ্যালয়গুলিকে জানিয়েছিলেন। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মতো দেশগুলি থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি।’

 

 

 

 

 

 

বন্ধ করুন