বাংলা নিউজ > কর্মখালি > UGC new committee: অধ্যাপক নিয়োগ বেআইনি‌ কিনা খতিয়ে দেখবে ইউজিসি, নয়া কমিটি গড়ার সিদ্ধান্ত

UGC new committee: অধ্যাপক নিয়োগ বেআইনি‌ কিনা খতিয়ে দেখবে ইউজিসি, নয়া কমিটি গড়ার সিদ্ধান্ত

অধ্যাপক নিয়োগ বেআইনি‌ কিনা খতিয়ে দেখবে ইউজিসি

উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপক নিয়োগ এবং পিএইচডি ডিগ্রি প্রদান, এই সবকিছুর উপরেই এবার থেকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে চলবে নজরদারি। সেই উদ্যোগেই এবারে বিশেষ কমিটি গড়তে চলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপক নিয়োগ এবং পিএইচডি ডিগ্রি প্রদান, এই সবকিছুর উপরেই এবার থেকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে চলবে নজরদারি। সেই উদ্যোগেই এবারে বিশেষ কমিটি গড়তে চলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কোথাও কোন নিয়ম লঙ্ঘন করা হচ্ছে কিনা তা দেখাশোনা করতেই এই বিশেষ কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময় বাদে বাদে নিয়মিত চলবে এই পরিদর্শন। গত ২৪ এপ্রিল ৫৬৮তম কমিটি মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউজিসি।

আরও পড়ুন: রাস্তায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছেন কেউ? চটজলদি কোন কোন কাজ না করলেই নয়

আরও পড়ুন: ৮৫৬ ফুট থেকে ছুড়তে হবে বাস্কেটবল, শেষ পর্যন্ত এই ‘ডুড’এর কীর্তি ভাইরাল হল নেটে

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এম জগদীশ কুমার এই দিন বলেন, বুদ্ধিজীবীদের লালন পালন এবং জাতির মধ্যে জ্ঞান বিকাশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ।  ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে পড়াশোনা ছাড়াও বিভিন্ন সমন্বয় সাধন করে। তাই নির্দিষ্ট সময়ের অন্তর অধ্যাপকদের নিয়োগের বিষয়টি যাচাই করা জরুরী, একইসঙ্গে ঠিকভাবে মূল্যায়ন করে পিএইচডি ডিগ্রি দেওয়া হচ্ছে কিনা সেটিও পরিদর্শন করা দরকার‌। এই দিন ইউজিসির চেয়ারম্যান বলেন, বছরের পর বছর অনেক জায়গায় এই নিয়মগুলি লঙ্ঘন করা হচ্ছে‌‌। বিভিন্ন সময় এ নিয়ে অভিযোগও শোনা যায়। তাই একটি স্থায়ী কমিটি গড়ে তোলার উদ্যোগ নেয়া হল।

কীভাবে কাজ করবে এই কমিটি? সে কথাও জানিয়েছেন জগদীশ কুমার। তাঁর কথায় বছরে একটি নিয়মিত সময় অন্তর কমিটির সদস্যরা মিলিত হবেন। এই সময় কিছু প্রতিষ্ঠানকে মূল্যায়নের জন্য বেছে নেবেন তাঁরা। সেই সব প্রতিষ্ঠানের অধ্যাপকদেরই নিয়োগ এবং পিএইচডি ডিগ্রি প্রদানের মূল্যায়ন করা হবে। কোনও বেনিয়াম দেখলে ওই কমিটির তরফেই কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা সুপারিশ করা হবে। প্রসঙ্গত অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয় বা কলেজের বিরুদ্ধে বেনিয়মে অভিযোগ উঠে আসে। বুঝেছি নির্ধারিত নিয়ম অনেকেই ঠিক হবে মেনে চলেন না সেই সমস্ত অভিযোগে নিষ্পত্তি করতে এই স্থায়ী কমিটি গড়ার কথা ঘোষণা করল ইউজিসি। এই কমিটির মূল দায়িত্ব অধ্যাপক নিয়োগ এবং পিএইচডি ডিগ্রি প্রদান সংক্রান্ত সমস্ত নথি খতিয়ে দেখা। তার মধ্যে কোন গড়মিল দেখলে তা সরাসরি ইউজিসিকে জানানো। একইসঙ্গে কী ব্যবস্থা নেওয়া উচিত তা সুপারিশ করা‌ও ওই কমিটির দায়িত্ব।

 এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন