অবশেষে ইউজিসি-নেট (২০২০) পরীক্ষার নয়া তারিখ প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে পরীক্ষা। শীঘ্রই এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেওয়া হবে।
এনটিএ-র সিনিয়র ডিরেক্টর সাধনা প্রসার বলেন, ‘আগামী ১৬, ১৭, ২২ এবং ২৩ সেপ্টেম্বর আইসিএআর পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সেজন্য এবার ২৪ সেপ্টেম্বর থেকে ইউজিসি-নেট ২০২০ পরীক্ষা হবে।’
তিনি জানিয়েছেন, দুটি পরীক্ষায় বসবেন অনেক প্রার্থী। সেজন্য পরীক্ষার দিন পরিবর্তনের আবেদন করেছিলেন তাঁরা। শীঘ্রই বিষয়ভিত্তিক পরীক্ষা ও শিফট সংক্রান্ত যাবতীয় তথ্য আপলোড করা হবে বলে জানিয়েছেন এনটিএ-র সিনিয়র ডিরেক্টর।
প্রার্থীদের ইউজিসি-নেট পরীক্ষার সর্বশেষ আপডেটের জন্য নিয়মিত ugcnet.nta.nic.in এবং www.nta.ac.in দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।
ইউজিসি-নেট পরীক্ষার সঙ্গে সম্পর্কিত আরও স্পষ্টতার জন্য প্রার্থীরা ৮২০৭৪৭১৮৫২, ৮১৭৮৩৫৯৮৪৫, ৯৬৫০১৭৩৬৬৮, ৯৫৯৯৬৭৬৯৫৩, ৮৮৮২৩৫৬৮০৩ নম্বরে ফোন ugcnet@nta.ac.in এ ইমেল করতে পারেন।