UGC NET দিনক্ষণ ঘোষণা করা হল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান জগদেশ কুমার জানিয়েছেন, আগামী ৮, ৯, ১১, ১২ জুলাই এবং ১২, ১৩, ১৪ অগস্ট ডিসেম্বর এবং জুন সেশনের পরীক্ষা হবে।
সাধারণত বছরে দু'বার UGC NET হয়। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে এবার ২০২১ সালের ডিসেম্বরের সেশন এবং ২০২২ সালের জুনের সেশনের পরীক্ষা একসঙ্গে হচ্ছে। যে পরীক্ষার দিন ঘোষণা করেছেন কমিশনের চেয়ারম্যান। টুইটারে তিনি জানিয়েছেন, ৮, ৯, ১১, ১২ জুলাই এবং ১২, ১৩, ১৪ অগস্ট নেট হবে। কবে কোন পরীক্ষা হবে, তা পরে বিস্তারিতভাবে জানিয়ে দেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
কীভাবে UGC NET 2022-র অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?
কবে ইউজিসি নেটের অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে, তা এখনও জানানো হয়নি। তবে অ্যাডমিট কার্ড প্রকাশিত হলে কীভাবে ডাউনলোড করতে হবে, তা দেখে নিন -
১) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in-তে যান।
২) হোমপেজে 'UGC NET Admit Card Link'-তে ক্লিক করুন।
৩) তারপর একটি নয়া পেজ খুলে যাবে। লগইন আইডি দিয়ে UGC NET-র অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন।
উল্লেখ্য, গত মার্চে জুনিয়র রিসার্চ ফেলোশিপের (JRF বা Junior Research Fellowship) নিয়ে বড়সড় ঘোষণা করেছে কমিশন। আরও এক বছর বাড়ানো হয় জুনিয়র রিসার্চ ফেলোশিপের (জেআরএফ) বৈধতা। অর্থাৎ এক বছর বৈধ হবে জুনিয়র রিসার্চ ফেলোশিপের (জেআরএফ) অ্যাওয়ার্ড লেটার।করোনাভাইরাসের কারণে স্কলাররা সমস্যার সম্মুখীন হওয়ায় সেই সিদ্ধান্ত নেওয়া হয়। সেইসময় ইউজিসির চেয়ারম্যান বলেছিলেন, ‘করোনাভাইরাস মহামারীর কারণে যে ইউজিসি নেট (UGC NET) উত্তীর্ণ পড়ুয়াদের ভরতি প্রক্রিয়া ধাক্কা খেয়েছিল, তাঁদের জুনিয়র রিসার্চ ফেলোশিপের (UGC NET JRF) অ্যাওয়ার্ড লেটারের বৈধতা এক বছর বাড়ানোর (নির্ধারিত তিন বছরের সীমার পরও) সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি।’