বাংলা নিউজ > কর্মখালি > কবে প্রকাশিত হবে NET-র রেজাল্ট? অবশেষে জানালেন UGC-র চেয়ারম্যান

কবে প্রকাশিত হবে NET-র রেজাল্ট? অবশেষে জানালেন UGC-র চেয়ারম্যান

আগামিকাল (শনিবার, ৫ নভেম্বর) প্রকাশিত হবে UGC NET-র ফলাফল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

UGC NET 2022 Result: পরীক্ষার্থীরা UGC NET-র অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic থেকে ফলাফল দেখতে পারবেন।

আগামিকাল (শনিবার, ৫ নভেম্বর) প্রকাশিত হবে UGC NET-র ফলাফল। জানিয়ে দিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এম জগদেশ কুমার। পরীক্ষার্থীরা UGC NET-র অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic থেকে ফলাফল দেখতে পারবেন।

কীভাবে UGC NET-র রেজাল্ট দেখতে পারবেন?

১) UGC NET-র অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic বা ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট ntaresults.nic.in-তে যেতে হবে।

২) ইউজিসি নেটের রেজাল্ট (UGC NET 2022 Result) দেখার জন্য যে লিঙ্ক দেওয়া থাকবে, তাতে ক্লিক করতে হবে।

৩) তাতে ক্লিক করলে নয়া একটি পেজ খুলে যাবে। তাতে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে।

৪) তারপর স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে। তা ভবিষ্যতের জন্য রেখে দিন।

কতদিন UGC NET-র রেজাল্ট দেখা যাবে?

শনিবার প্রকাশিত হবে UGC NET-র রেজাল্ট। তারপর থেকে UGC NET-র অফিসিয়াল ওয়েবসাইটে ৯০ দিন দেখা যাবে ইউজিসি নেট ডিসেম্বর এবং জুনের মিলিত সেশনের পরীক্ষার ফলাফল। তবে আপাতত রেজাল্ট নিয়ে ইউজিসি নেটের আয়োজক সংস্থা এনটিএয়ের তরফে সরকারিভাবে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

আরও পড়ুন: UGC NET 2022: প্রকাশিত UGC NET-র ‘অ্যানসার কি’, কীভাবে দেখবেন? রেজাল্ট কখন প্রকাশিত হবে?

UGC NET-র ‘অ্যানসার কি’ কীভাবে দেখবেন?

এমনিতে গত বুধবার ইউজিসি নেটের ‘ফাইনাল অ্যানসার কি’ বা চূড়ান্ত অ্যানসার কি প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা UGC NET-র অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic থেকে অ্যানসার কি দেখতে পারবেন। UGC NET-র অফিসিয়াল ওয়েবসাইটে ‘Public Notices’-র আওতায় ‘UGC NET December 2021 & June 2022 – Final Provisional Answer Keys’-তে ক্লিক করুন। তারপর 'অ্যানসার কি'-র একটি পিডিএফ খুলে যাবে। সেখান থেকে নিজের প্রশ্নের উত্তর দেখে নিন।

বন্ধ করুন