বাংলা নিউজ > কর্মখালি > UGC NET 2022 Result Updates: প্রকাশিত হল রেজাল্ট, কীভাবে ও কোথায় দেখবেন?
প্রকাশিত হল UGC NET-র ফলাফল। প্রার্থীরা UGC NET-র অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।
UGC NET-র ফলাফল আপডেট (UGC NET 2022 Result Updates)
- কীভাবে UGC NET-র রেজাল্ট সংক্রান্ত তথ্য দেখবেন?
১) UGC NET-র অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in-তে
২) হোমপেজের ডানদিকে ‘Declaration of results of UGC-NET December 2021 & June 2022 (Merged Cycles)’ আছে। সেই লিঙ্কে ক্লিক করুন।
৩) নয়া একটি পিডিএফ খুলে যাবে। তাতে রেজাল্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য দেখতে পারবেন।
- প্রকাশিত হল UGC NET-র ফলাফল। দেখা যাচ্ছে UGC NET-র অফিসিয়াল ওয়েবসাইটে।
- কীভাবে UGC NET-র রেজাল্ট দেখবেন?
১) UGC NET-র অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in-তে যান।
২) হোমপেজের ডানদিকে ‘UGC NET 2022 Result’-র লিঙ্ক পাবেন। তাতে ক্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে। তারপর নিজের প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করুন।
৪) স্ক্রিনে আপনার রেজাল্ট দেখা যাবে। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিন।
- গত বুধবার UGC NET-র চূড়ান্ত অ্যানসার কি প্রকাশিত হয়েছে। যা UGC NET-র অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in থেকে দেখা যাচ্ছে। পিডিএফ ফর্ম্যাটে ডাউনলোড করা যাচ্ছে।
- টুইটারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এম জগদেশ কুমার বলেছেন, '৫ নভেম্বর (শনিবার) ইউজিসি-নেটের রেজাল্ট ঘোষণা করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। যা এনটিএয়ের ওয়েবসাইট nta.ac.in-তে দেখা যাবে।'
- আজ প্রকাশিত হতে চলেছে UGC NET-র ফলাফল। ঠিক কোন সময় রেজাল্ট প্রকাশিত হবে, তা অবশ্য পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়নি।
- ২০২১ সালের ডিসেম্বর এবং ২০২২ সালের জুন সেশন মিলিয়ে চলতি বছর ইউজিসি নেট পরীক্ষা হয়েছিল। প্রথম দফায় পরীক্ষা হয়েছিল ৯, ১১ এবং ১২ জুলাই। তারপর ২০, ২১, ২২, ২৩, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর পরীক্ষা হয়েছিল। পুরো পরীক্ষা শেষ হয়েছিল ১৪ অক্টোবর। ১, ৮, ১০, ১১, ১২, ১৩ এবং ১৪ অক্টোবর পরীক্ষা হয়েছিল।
কর্মখালি খবর