বাংলা নিউজ > কর্মখালি > UGC NET 2023 Answer key: প্রকাশিত হল ইউজিসি নেট এর 'অ্যানসার কি', জেনে নিন উত্তরপত্র ডাউনলোডের পদ্ধতি

UGC NET 2023 Answer key: প্রকাশিত হল ইউজিসি নেট এর 'অ্যানসার কি', জেনে নিন উত্তরপত্র ডাউনলোডের পদ্ধতি

প্রকাশিত হল ইউজিসি নেট-এর উত্তর পত্র। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)

এই অ্যানসার কি আগামী বছরের জন্য প্রস্তুতি নেওয়া পরীক্ষার্থীদের জন্যও বেশ গুরুত্বপূর্ণ বিষয়। একনজরে দেখা যাক কোন ওয়েব সাইট থেকে এই লিঙ্ক ডাউনলোড করতে হবে। আর এই লিঙ্ক ডাউনলোডের প্রক্রিয়া।

প্রকাশিত হয়ে গেল ইউজিসি নেট-এর পরীক্ষার ‘অ্যানসার কি’। শুক্রবার প্রকাশিত হয়েছে ইউজিসি নেট ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ২১ থেকে মার্চের ১৫ তারিখ পর্যন্ত সংগঠিত পরীক্ষার উত্তরপত্র। উল্লেখ্য,২০২৩ সালের 'প্রভিন্সিয়াল অ্যানসার কি' প্রকাশ্যে এসে যাওয়ায় পরীক্ষার্থীরা যাচাই করে নিতে পারবেন, তাঁদের নিজের দেওয়া উত্তর। এই অ্যানসার কি আগামী বছরের জন্য প্রস্তুতি নেওয়া পরীক্ষার্থীদের জন্যও বেশ গুরুত্বপূর্ণ বিষয়। একনজরে দেখা যাক কোন ওয়েব সাইট থেকে এই লিঙ্ক ডাউনলোড করতে হবে। আর এই লিঙ্ক ডাউনলোডের প্রক্রিয়া।

'অ্যানসার কি' কোথা থেকে ডাউনলোড করবেন?

ugcnet.nta.nic.in. এই ওয়েবসাইটে গিয়ে ২০২৩ সালে প্রকাশিত 'অ্যানসার কি' ডাউনলোড করা যাবে। যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছেন, তাঁরা সকলেই এই উত্তরপত্র ডাউনলোড করতে পারবেন। 

কীভাবে ডাউনলোড করবেন-

১) নেট-এর ওয়েবসাইটে গিয়ে ugcnet.nta.nic.in. এ ক্লিক করুন।

২) হোম পেজ-এ UGC NET 2023 Answer Key এই লিঙ্কে গিয়ে ক্লিল করে ফেলুন।

৩) লগ ইন এর জন্য বিস্তারিত তথ্য দিয়ে পরে তা সাবমিট করুন।

৪) পেজটি ডাউনলোড করে তার হার্ড কপি রেখে দিন।

কীভাবে নম্বর গণনা করবেন?

১) প্রতিটি প্রশ্ন ২ নম্বরের।

২) প্রতিটি সঠিক উত্তরের জন্য, প্রার্থী ২ (দুই) নম্বর পাবেন।

৩)ভুল উত্তরের জন্য কোন নেতিবাচক চিহ্ন নেই।

৪) উত্তর দেওয়া হয়নি এমন চিহ্নিত প্রশ্নের জন্য কোনও নম্বর দেওয়া হবে না।

৫) প্রতি প্রশ্নে যেকোনও একটি উত্তরের অপশনকে বেছে নিতে হবে।

৬) যদি প্রশ্নে ভুল থাকে, বা প্রশ্নের দুটি উত্তর হতে পারে, তাহলে সেই প্রশ্নের জন্যই বাড়তি নম্বর দেওয়া হবে।

৭) প্রশ্ন ভুল হলে, সেই প্রশ্নকে ছেঁটে ফেলা হবে, আর +২ নম্বর দেওয়া হবে।

পরীক্ষার তারিখঃ-

উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ২১ থেকে মার্চের ১৫ তারিখ পর্যন্ত এই পরীক্ষা চলেছে। এই পরীক্ষাগুলি সারা দেশের বিভিন্ন সেন্টারে সংগঠিত হয়েছে। মনে করা হচ্ছে, খুব শিগগিরই এই পরীক্ষার ফলাফল জানা যাবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

বন্ধ করুন