বাংলা নিউজ > কর্মখালি > UGC NET 2023: আজ থেকে শুরু UGC NET-র আবেদন প্রক্রিয়া, কতদিন চলবে? কবে পরীক্ষা হবে?

UGC NET 2023: আজ থেকে শুরু UGC NET-র আবেদন প্রক্রিয়া, কতদিন চলবে? কবে পরীক্ষা হবে?

UGC NET-র অনলাইনের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ থেকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)

UGC NET-র জুন সেশনের আবেদন প্রক্রিয়া শুরু হতে চলল। ইউজিসির চেয়ারম্যন জানিয়েছেন, অনলাইনে তিন সপ্তাহ আবেদন প্রক্রিয়া চলবে। তারপর জুনে পরীক্ষা শুরু হবে। আগামী ১৩ জুন থেকে ২২ জুনের মধ্যে পরীক্ষা নেবে এনটিএ।

আজ থেকে অনলাইনে শুরু হচ্ছে UGC NET-র আবেদন প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এম জগদেশ কুমার জানিয়েছেন, UGC NET-র জুন সেশনের (UGC NET June 2023 Session) যে পরীক্ষা হবে, সেটার জন্য অনলাইনে তিন সপ্তাহ আবেদন প্রক্রিয়া চলবে। তারপর জুনে পরীক্ষা শুরু হবে। আগামী ১৩ জুন থেকে ২২ জুনের মধ্যে পরীক্ষা হবে বলে জানিয়েছেন ইউজিসির চেয়ারম্যন। 

মঙ্গলবার টুইটারে ইউজিসির চেয়ারম্যান বলেন, ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং অ্যাসিসট্যান্ট প্রফেসরের জন্য UGC NET-র জুন সেশনের পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) মোডে এবারের সেশনে মোট ৮৩ টি বিষয়ের পরীক্ষা হবে। ১০ মে (বুধবার) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ৩১ মে (বুধবার) বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।'

আরও পড়ুন: SSC MTS and CHSL exam in regional languages: বাংলা-সহ ১৩ আঞ্চলিক ভাষায় হবে SSC-র MTS ও CHSL পরীক্ষা, বড় ঘোষণা কেন্দ্রের

ইউজিসির চেয়ারম্যান আরও বলেন, 'আগামী ১৩ জুন থেকে আগামী ২২ জুন পর্যন্ত পরীক্ষা হবে। সাম্প্রতিক আপডেটের জন্য পড়ুয়াদের নিয়মিত এনটিএয়ের অফিসিয়াল ওয়েবসাইট (nta.ac.in) এবং ইউজিসি নেটের (ugcnet.nta.nic.in) অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।’

UGC NET পরীক্ষা কী?

ভারতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজে , 'অ্যাসিসট্যান্ট প্রফেসর' এবং ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ অ্যাসিসট্যান্ট প্রফেসর'-র যোগ্যতামান নির্ধারণের জন্য UGC NET পরীক্ষা হয়। যে পরীক্ষা আয়োজনের দায়িত্ব আছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) হাতে। ইউজিসি সেই দায়িত্ব দিয়েছে। সেইমতো ২০১৮ সালের ডিসেম্বর থেকে কম্পিউটার বেসড মোডে (সিবিটি) UGC NET পরীক্ষা হয়ে আসছে।

আরও পড়ুন: AI-এর ধাক্কায় কোন পেশার লোকেদের চাকরি যেতে পারে? বোঝালেন Google-র সুন্দর পিচাই

সাধারণত প্রতি বছর দু'বার UGC NET পরীক্ষা হয় - জুন সেশন এবং ডিসেম্বর সেশন। মাসখানেক আগেই ২০২২ সালের ডিসেম্বর সেশনের UGC NET পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার ২০২৩ সালের জুন সেশনের UGC NET পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে এনটিএ। শুধুমাত্র করোনাভাইরাস মহামারীর সময় ২০২০ এবং ২০২১ সালে সেই নিয়মের ব্যতিক্রম হয়েছিল। দুটি সেশনের পরীক্ষা একসঙ্গে নিয়েছিল ইউজিসি এবং এনটিএ।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন