২০১৬ সালের নির্দেশিকার বদলে নয়া পিএইচডি নিয়মাবলী, ২০২২ প্রযোজ্য হবে। নয়া নিয়ম অনুযায়ী পিএইচডি -র ক্ষেত্রে থিসিস পেপারের পাবলিকেশন বা প্রকাশনা বাধ্যতামূলক থাকছে না। এতদিন পিএইচডি-র জন্য গবেষক-পড়ুয়াদের কোনও স্বীকৃত জার্নালে নিজের থিসিস পেপার প্রকাশ করতে হত।
1/5পিএইডি-তে সুযোগ পাওয়ার নিয়মে বদল আনল UGC। এবার থেকে ৪ বছরের স্নাতক ডিগ্রিধারীরা, যাঁদের ৭.৫ CGPA নম্বর রয়েছে, তাঁরা পিএইচি-তে যোগ দিতে পারবেন। CGPA বলতে কালমিটেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বোঝানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (HT Photo)
2/5একইসঙ্গে পেশাদারদের পার্ট-টাইম গবেষণার কোর্সেরও সুযোগ দেবে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। তবে তার জন্য যে সংস্থায় তিনি কর্মরত, সেখান থেকে একটি নো-অবজেকশন অনুমোদন নিতে হবে। ফাইল ছবি: টুইটার (HT Photo)
3/5তবে, এর আগে ন্যাশানাল এলিজিবিলিটি টেস্ট(NET)/জুনিয়র রিসার্চ ফেলোশিপ(NET- JRF) পাশ করা প্রার্থীদের সমস্ত উচ্চশিক্ষায় ৬০% আসন সংরক্ষণের সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। সেটি গ্রহণ করেনি UGC। ফাইল ছবি: টুইটার (HT Photo)
4/5২০১৬ সালের নির্দেশিকার বদলে নয়া পিএইচডি নিয়মাবলী, ২০২২ প্রযোজ্য হবে। নয়া নিয়ম অনুযায়ী পিএইচডি -র ক্ষেত্রে থিসিস পেপারের পাবলিকেশন বা প্রকাশনা বাধ্যতামূলক থাকছে না। এতদিন পিএইচডি-র জন্য গবেষক-পড়ুয়াদের কোনও স্বীকৃত জার্নালে নিজের থিসিস পেপার প্রকাশ করতে হত। (ছবিটি প্রতীকী, কেশব সিং/হিন্দুস্তান টাইমস) (HT Photo)
5/5এদিকে এই নিয়ম মানতে অনেকে ভিন্ন রাস্তা নিতেন। বেনামী, ছোট জার্নালে শুধুমাত্র টাকার বিনিময়ে সহজেই থিসিস ছাপিয়ে নেওয়া যায়। সেই অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টাই তুলে দেওয়া হল। ’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (HT Photo)